সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন
ফতুল্লায় ছোট বোনকে নির্যাতন করার প্রতিবাদ করায় হাশেম মোল্লা (৫০) নামে একজনকে ছুরিকাঘাতে হত্যা করেছে তার বোন জামাই।ঙ্গলবার (২৬ জুলাই) রাতে ফতুল্লার চর কাশিপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত হাশেম মোল্লা ওই এলাকার মৃত. নূর হোসেনের ছেলে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই মোস্তফা জানান, হাশেম মোল্লার ছোট বোন পুস্পাকে বিয়ে করেন একই এলাকার জলিল মিয়ার ছেলে আল আমিন। তাদের সংসারে ৩টি পুত্র সন্তান আছে। বিয়ের পর থেকে প্রায় সময় স্ত্রীকে নির্যাতন করতেন আল আমিন। এ নিয়ে একাধিকবার বিচার শালিস হয়। কয়েকদিন আগেও তাদের নিয়ে বিচার শালিস হয়েছে। এরপরও মঙ্গলবার রাতে আল আমিন তার স্ত্রীকে মারধর করেন। বিষয়টি হাশেম মোল্লা জানতে পেরে প্রতিবাদ করেন। এতে আল আমিন ক্ষিপ্ত হয়ে হাশেম মোল্লার বুকে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মডেল থানার ওসি শেখ রিজাউল হক দীপু জানান, এ ঘটনায় নিহতের ছোট ভাই জামাল হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামী আল আমিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ৩ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৯ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৩ |
এশা | রাত ৭:৪১ |
আপনার মতামত কমেন্টস করুন