বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন
ফতুল্লায় চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল হাই ওরফে ফাটা (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২ নভেম্বর সোমবার দুপুরে দাপা ইদ্রাকপুর জোড়পুল এলাকা থেকে গ্রেফতার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। গ্রেফতারকৃত আব্দুল হাই দাপা ইদ্রাকপুর এলাকার মৃত আব্দুল খালেক শেখের ছেলে। এরআগে নিজ বাড়িতে গাজাঁ চাষ করার সময় গাজাঁ গাছসহ গ্রেফতার হন। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক মোশারফ হোসেন জানান, সোমবার দুপুর ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দাপা ইদ্রাকপুর জোড়পুল এলাকায় আব্দুল হাই ওরফে ফাটার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার ঘরে তল্লাশী করে দুই শত গ্রাম গাজাঁ পাওয়া । পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল জামান মিশু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের কারাদন্ডের আদেশ দেন। তিনি আরো জানান, এরআগে তাকে দুইবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাজাঁ গাছ ও হিরোইনসহ গ্রেফতার করে।
Dhaka, Bangladesh বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৪ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২১ |
এশা | রাত ৭:৩৯ |
আপনার মতামত কমেন্টস করুন