মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
করোনায় আক্রান্ত হয়েও ডেমকেয়ার ভাব নিয়ে ছাদে এবং নিজ এলাকায় ঘুরে ফেরার অভিযোগ পাওয়া গেছে ফতুল্লা ইউনিয়ন ছাত্রদল সভাপতি সেলিম চৌধুরী কমলের বিরুদ্ধে।
করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন জানান, সেলিম চৌধুরী কমলের করোনা আক্রান্তের বিষয়টি এবং ঘুরাফেরার বিষয়টি তিনি জানতে পেরে ইতিমধ্যেই দুই দফায় কমল এবং তার পরিবারের সদস্যদেরকে বলে দেয়া হয়েছে যে তারা যেনেো বাসা থেকে না বের হয়।এবং ছাদেও যেনো না ঘুরাফেরা করে। যদি করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
জানা যায়, করোনায় আক্রান্ত সেলিম চৌধুরী কমল পরিবারের অপর সদস্যরা গত কয়েকদিন ধরে অসুস্থতায় ভুগলে তিন দিন পূর্বে করোনা পরীক্ষা করতে দিয়ে আসে। গতকাল মঙ্গলবার সেলিম চৌধুরী কমলের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, স্থানীয় বাসীর নিকট বিষয়টি আমি জানতে পেরে করোনায় আক্রান্ত ব্যক্তির বাসায় পুলিশ ফোর্স পাঠিয়ে বাসা থেকে পরিবারের সকলকে বের না হতে নিষেধ করে দিয়েছি। এবং যদি বাসার বাইরে বের হয় তাহলে ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
এ বিষয়ে ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ জানায়, করোনায় আক্রান্ত ব্যাক্তি এবং তার পরিবারের সদস্যদের উচিত হোম কোয়ারেন্টাইনে থাকা।
এ বিষয়ে ফতুল্লা রিপোটার্স ক্লাবের সভাপতি রণজিৎ মোদক জানায়, কমল ও তার পরিবারের উচিত বাসায় থেকে চিকিৎসা গ্রহন করা। তারা বের হলে সমাজের আরো বেশী মানুষ করোনায় আক্রান্ত হতে পারে এ বিষয়টি মাথায় রেখেই তাদের নিজ বাসায় থাকা শ্রেয় বলে মনে করেব তিনি।
ফতুল্লা রিপোটার্স ইউনিটির সভাপতি নুরু জানান, তিনি শুনেছেন করোনায় আক্রান্ত কমল চৌধুরী এবং তার পরিবারের সদস্যরা নাকি বাসা থেকে বের হয় যা মোটে ও উচিত নয়। তিনি আরো বলেন, করেনা একটা ছোয়াচে রোগ। পরিবারের একজনের হলে সকলকেই সতর্কতালম্বন করে অর্থাৎ হোম কোয়ারেন্টাইনে থাকতে হয়। সে হিসেব মতে কমল এবং তার পরিবারের কারেরই বাসা থেকে বের হওয়া মোটেই ঠিক না।
স্থানীয়রা জানায়, অসুস্থ থাকার পরে ও তিনি বাজারে এবং মসজিদে গিয়েছেন। এমনকি বুধবার ও বাড়ির বাইরে দেখা গেছে বলে তারা জানান। তারা আরো জানান যে, সেলিম চৌধুরী কমলের বড় ভাই সহ একই বাড়ীর লোকজন ফতুল্লা বাজার এবং দোকানপাটে অবাধে যাতায়াত করছে। স্থানীয়বাসীর আশংকা এলাকায় তাদের অবাধ বিচরনে নতুন করে করোনাশ আক্রান্ত হতে পারে অনেকেই।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৩ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২০ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২২ |
এশা | রাত ৭:৪০ |
আপনার মতামত কমেন্টস করুন