বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
ফতুল্লায় লোকমান হোসেন রিপন(১৭) নামে এক কিশোর এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন।নিখোঁজ লোকমান হোসেন রিপন ফতুল্লা দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী এলাকার মোঃকাপতান মিয়ার ছেলে। এ ঘটনায় মঙ্গলবার(৫ জানুয়ারী) ফতুল্লা মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেছেন ছেলেটির বাবা মোঃকাপতান মিয়া। থানায় দায়েরকৃত ডায়েরিতে উল্লেখ করা হয়েছে,২৮ ডিসেম্বর ২০২০ ইং সকাল ১০ ঘটিকার সময় বাসা হইতে কাউকে কিছু না বলিয়া বাহির হইয়া যায়। ছেলেকে বাসায় ফিরতে দেরি দেখিয়া তাহার ব্যবহ্নিত মোবাইল নাম্বার-০১৪০১৬৫৮৪০৬ তে ফোন করিলে তাহা বন্ধ পায়। পরবর্তীতে সম্ভ্যব্য সকল স্থানে সমুহে ওআত্মীয়-স্বজনের বাসায় অনেক খোঁজাখুজি করিয়াও উক্ত ছেলের কোন সন্ধান পায় নাই। খোঁজাখুজি এখনও অব্যাহত আছে। ডায়েরিতে আরো উল্লেখ করা হয়েছে,নিখোঁজ লোকমান হোসেন রিপন গায়ের রং-শ্যামলা,উচ্চতা-৪ ফুট ৫ইঞ্চি,ওজন ৪৫ কেজি,চোখ কালো,চুল কালো,পড়নে ছিল সাদা রংয়ের পাঞ্জাবী ও লুঙ্গী। নিখোঁজ কিশোর লোকমান হোসেন রিপনের সন্ধান পেলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: ০১৮৭০৮৬১৬৪৪।
Dhaka, Bangladesh বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৫ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২১ |
এশা | রাত ৭:৩৯ |
আপনার মতামত কমেন্টস করুন