মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
ফতুল্লা সংবাদদাতা : বকেয়া বেতনের দাবিতে ফতুল্লার শিয়াচর উকিল বাড়ি মোড় এলাকায় ‘আয়শা ফ্যাশন’ নামে কারখানার শ্রমিকেরা বিক্ষোভ দেখিয়েছে। ২০ এপ্রিল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে ওই বিক্ষোভ।
কারখানার শ্রমিকেরা জানান, আয়শা ফ্যাশন কারখানায় ২০/২৫জন শ্রমিক কাজ করেন। ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন পরিশোধ করা হয়নি। ৫ এপ্রিল শ্রমিকদের মালিক পক্ষ থেকে জানানো হয় ২০ এপ্রিল বেতন দেওয়া হবে। ৫ এপ্রিলের আগে কয়েক দফা বেতন পরিশোধ করার প্রতিশ্রুতি দেওয়া হলেও পরিশোধ করেননি মালিকপক্ষ। ৫ এপ্রিল আয়শা ফ্যাশনের মালিক মোঃ শরীফ আহম্মেদ জীবন কারখানা বন্ধের ঘোষণা দিলে শ্রমিকরা কারখানায় অবস্থান করেন। শ্রমিকরা ক্ষুব্দ হলে মোঃ শরীফ আহম্মেদ জীবনের শ্বশুর মোঃ আব্দুল হাই এসে ২০ এপ্রিল শ্রমিকদের বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু ২০ এপ্রিল সকাল থেকে শ্রমিকরা কারখানার মালিক মোঃ শরীফ আহম্মেদ জীবনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি এবং তার শ্বশুর মোঃ আব্দুল হাই শ্রমিকদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেননি। তাই ক্ষোভে শ্রমিকেরা সোমবার সকাল ১০টায় কারখানার সামনে গিয়ে অবস্থান নেয়।
এ বিষয়ে মুঠোফোনে আয়শা ফ্যাশনের মালিক মোঃ শরীফ আহম্মেদ জীবনের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৩ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২০ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২২ |
এশা | রাত ৭:৪০ |
আপনার মতামত কমেন্টস করুন