বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন
ফতুল্লার মাসদাইরে জুয়া খেলারতবস্থায় নগদ টকা ও জুয়া খেলার সরঞ্জাম সহ আট জুয়াড়ি কে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার(১৫ সেপ্টেম্বর) রাতে তাদেরকে ফতুল্লার মাসদাইর তালা ফ্যাক্টরী মোড়স্থ শফি খন্দকারের রিক্সার গ্যারেজ থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে পুলিশ জুয়া খেলার সরঞ্জাম(এক বান্ডিল তাস) ও নগদ ৬ হাজার ৪ শত টাকা উদ্বার করে।
গ্রেফতারকৃতরা হলো, ফতুল্লা মাসদাইর তালা ফ্যাক্টরী মোড় এলাকার মৃতঃ কালু মামুনের পুত্র সাদেকুল(৩৫),লালমনির হাট জেলার আদিতমারী থানার চন্ডিমারীর ইমদাদুলের পু্ত্র আনারুল(৩৫),চাপাইনবয়াবগঞ্জ জেলার সদর থানার নারায়নপুরের আব্দুর রাজ্জাকের পুত্র মোঃ রুহুল আমীন(৪০),ফতুল্লা থানার মাসদাইর তালা ফ্যাক্টরীর মৃত ইদ্রিস মোল্লার পুত্র খলিল মিয়া (৫০),ময়মনসিং জেলার গফরগাওঁ থানার চুন বিরই গ্রামের লোকমান শেখের পুত্র মোঃরমজান(৩৫),রাজ বাড়ী জেলার সদর থানার লক্ষিনারায়নপুরের মৃত সুলতানের পুত্র আব্দুর রাজ্জাক (৪২),সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার চরদৌলতদিয়ার জয়নাল শেখের পুত্র আলমগীর (৩৫) ও মাসদাইর তালা ফ্যাক্টরীর মোড়ের আনসার আলীর পুত্র আবু বক্কর সিদ্দিক(৪৫)।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক নুর মোহাম্মদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১ টার দিকে সঙ্গীয় ফোর্স সহ শফি খন্দকারের রিক্সার গ্যারেজে অভিযান পরিচালনা করে জুয়া খেলারতবস্থায় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম সহ ৮ জনকে আটককরা হয়েছে।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ হয়ে ফতুল্লা থানার মাসদাইর তালা ফ্যাক্টরী মোড়স্থ শফি খন্দকারের রিক্সার গ্যারেজে জুয়া খেলে আসছিলো।
Dhaka, Bangladesh বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৪ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২১ |
এশা | রাত ৭:৩৯ |
আপনার মতামত কমেন্টস করুন