মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
ফতুল্লা সংবাদদাতা : ফতুল্লা মডেল থানা পুলিশ শনিবার দুপুরে পাগলা রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলারতবস্থায় তেরো জুয়াড়িকে গ্রেফতার করেছে। এ সময় তাদের নিকট থেকে নগদ টাকা এবং জুয়া খেলার দুই বান্ডিল কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- পাগলা রসুলপুর এলাকার গোলাপ (৪০), আব্দুল্লাহ (৩০), আরিফ হোসেন (৩৫), মানিক (৩২), রিপন (৪৫), সিদ্দিক (৪৫), কালাম (৪০), রাসেল (৩৮), ফয়সাল (৩৫), রুবেল (২২), সোহেল (৪৫), মজিবর (৫০) ও জাকির (৪৪)।
গ্রেফতারকৃতদেরকে জুয়া আইনে মামলা (মামলা নং-৬) দিয়ে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
ফতুল্লা থানা পুলিশ জানায়, পাগলা রসুলপুরে অবস্থিত তারা মিয়ার রিক্সার গ্যারেজে প্রতিদিন বসতো জুয়াড় আসর। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রিক্সার গ্যারেজটিতে অভিযান চালিয়ে নগদ ৯ হাজার ৩০০ টাকাও জুয়া খেলার দুই বান্ডিল কার্ড সহ তেরো জনকে গ্রেফতার করে।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড় আসর বসানোর মূল হোতা রিক্সার গ্যারেজ মালিক তারা মিয়া কৌশলে পালিয়ে যায় বলে পুলিশ জানায়। পালিয়ে যাওয়া রিক্সার গ্যারেজ মালিককেও মামলায় আসামী করা হয়েছে বলে জানা যায়।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৩ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২০ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২২ |
এশা | রাত ৭:৪০ |
আপনার মতামত কমেন্টস করুন