সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক নারীর ধর্ষণের চেষ্টা রোধ করতে গিয়ে সাবেক জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন মামুনকে (৩৩) চারতলার ছাদ থেকে ফেলে হত্যা করার চেষ্টা চালানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। গত শুক্রবার রাতে পাগলা চিতাশাল এলাকার কবির মাস্টারের ভাড়াটে বাড়ির একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মফিজ (৪০) নামের এক সন্ত্রাসী দলবল নিয়ে ওই ফ্ল্যাটে এক নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি জানতে পেরে আরাফাত হোসেন মামুন সেখানে গিয়ে মফিজকে বাধা দেন। এরপর মফিজ ও তার সহযোগীরা তাকে বেধড়ক মারধর করে এবং চারতলার ছাদ থেকে নিচে ফেলে দেয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে প্রথমে ফতুল্লার একটি ক্লিনিকে নিয়ে যান এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, শনিবার দুপুর পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। তবে ঘটনার বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং তদন্ত শুরু করেছে।
মামুনের পরিবার জানায়, তার অবস্থা আশঙ্কাজনক। তিনি সুস্থ হলে তারা থানায় মামলা করবেন। বর্তমানে তারা গভীর উদ্বেগ ও দুশ্চিন্তায় রয়েছেন।
স্থানীয়রা অভিযোগ করেন, অভিযুক্ত মফিজ ও তার সহযোগীরা এলাকায় সন্ত্রাস ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
এই ঘটনায় মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ২ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৯ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৩ |
এশা | রাত ৭:৪১ |
আপনার মতামত কমেন্টস করুন