মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা পিলকুনী জোড়া মসজিদ এলাকায় হাক্কানী রহমত মঞ্জিল জামে মসজিদের উদ্ভোদন করেন হাক্কানী ওয়াকফ এস্টেট এর মোতাওয়াল্লী আলহাজ্ব আবু খালিদ মোহাম্মদ বরকতউল্লাহ্।
সোমবার (১৭ই আগষ্ট) সকাল ৭ টায় ফতুল্লা পিলকুনী এলাকায় মিলাদ ও দোয়ার মাধ্যমে অনানুষ্ঠানিক ভাবে মসজিদ এলাকায় হাক্কানী রহমত মঞ্জিল জামে মসজিদের ফলক উন্মোচন করেন হাক্কানী ওয়াকফ এস্টেট এর মোতাওয়াল্লী আলহাজ্ব আবু খালিদ মোহাম্মদ বরকতউল্লাহ্।
এ সময় হাক্কানী ওয়াকফ এস্টেট এর মোতাওয়াল্লী আলহাজ্ব আবু খালিদ মোহাম্মদ বরকতউল্লাহ্ বলেন,আমার পিতা হাক্কানী ওয়াকফ এস্টেট এর সাবেক মোতাওয়াল্লী মোহাম্মদ সুফি আলহাজ্ব আবেদ রহমতুল্লাহ আলাই এর স্বপ্নের মসজিদ এর কাজ সম্পূর্ণ করাই ছিল আমার জীবনের একমাত্র লক্ষ্য। এখানে যেন মুসুল্লীরা সুন্দরভাবে নামায আদায় করতে পারে সে জন্য আমার যা কারার আমি তাই তাই করব। মসজিদ আল্লাহর ঘর,এই মসজিদ আপনাদের সবার,আমি এখানে মোতাওয়াল্লী হতে আসেনি,মসজিদের কাজে মহান আল্লাহ তায়ালা আমাকে উছিলা সরূপ হিসাবে পাঠিয়েছে আমি যেন সেই কাজ সঠিকভাবে সম্পূর্ণ করতে পারি সে জন্য সবাই দোয়া করবেন।
এ সময় উপস্থিত ছিলেন,মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো মোবারক হোসেন,সাবেক মোতাওয়াল্লী, আলহাজ মেজর অবসর প্রাপ্ত রহমতুল্লাহ,মসজিদ কমিটির সহ সভাপতি ফরিদ উদ্দিন আহম্মেদ দুলু,মুফতি আলহাজ্ব আমিনুর রহমান,সাইদুর রহমান মাসুদ,মাওলানা শামীম নোমান,মাওলানা মেশারফ হেসেন,মাওলানা ইব্রাহিম হোসেন, মাওলানা হোসাইন আহম্মদ,আবেদ হোল্ডিং এর জি এম,মিয়া মোহাম্মদ শরিফ উল্লাহ্,মাহবুবুর রহমান সোহাগ,সহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীরা।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৪ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২০ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২২ |
এশা | রাত ৭:৪০ |
আপনার মতামত কমেন্টস করুন