মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের আলো ২৪.কম : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ফতুল্লায় একই পরিবারের চার সদস্য কে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে শনিবার(২০ জুন) বিকেলে ফতুল্লা থানার সস্তাপুর এলাকায়। আহতরা হলেন, আব্বাস মিয়া(৫৫) তার স্ত্রী হালিমা(৪২)ও তার দুই মেয়ে আয়েশা ও সানজিদা । তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।আহতদের মধ্যো বাদীর স্ত্রী হালিমার অবস্থা আশংকাজনক বলে জানা যায়। এঘটনায় আব্বাস উদ্দিন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মোঃ ইন্না, নিলয়, লিপি ও আলমের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছে। আব্বাস উদ্দিন জানান, প্রতিবেশী ইন্নার দীর্ঘদিন ধরে আমার বাড়ির সম্পত্তি দখল করার চেষ্টা করছে। শনিবার বিকালে বাড়ির কাজ করতে গেলে হদমলাকারীরা নির্মাণ কাজে বাধা প্রদান করে।এক পর্যায়ে হামলাকারীরা তাদের উপর হামলা চালিয়ে বেদম প্রহার করে।এতে করে সে সহ তার স্ত্রী ও দুই মেয়ে রক্তাক্ত জখম হয়। ফতুল্লা থানার এসআই আশীষ কুমার জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারধরের ঘটনা ঘটেছে।অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৩ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২০ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২২ |
এশা | রাত ৭:৪০ |
আপনার মতামত কমেন্টস করুন