মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের আলো ২৪.কম : নিজস্ব প্রতিবেদক গণধোলাইয়ের পরেও থেমে নেই ফতুল্লার চিন্থিত মাদক ব্যবসায়ী বিদ্যুত ওরফে ট্যাবলেট বিদ্যুতের মাদক ব্যবসা।ইয়াবা সহ স্থানীয়বাসীর হাতে আটক ও গণধোলাইয়ের পর মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে বিদ্যুত ওরফে ট্যাবলেট বিদ্যুত ফতুল্লা,লালপুর,পৌষারপুকুরপাড়,পঞ্চবটী,মাসদাইর,জামতলা সহ বিভিন্ন এলাকায় মাদকসেবীদের নিকট পৌছে দিচ্ছে হালের ক্রেজ খ্যাত মাদক ইয়াবা ট্যাবলেট। সূত্র মত,এক সময় একই পন্থায় মোবাইল ফোনে যোগাযোগ করে ফেনসিডিল বিক্রি করলে ও ফেনসিডিলের মূল্য বৃদ্ধি হয়ে যাওয়ায় বর্তমানে সে অতিতের মতোই মোবাইল ফোনে যোগাযোগ করে বিক্রি করছে ইয়াবা ট্যাবলেট। স্থানীয়রা জানায়,গত বছরের শেষের দিকে ফতুল্লা বাজারে অবস্থিত মাদকের নিরাপদ জোন হিসেবে পরিচিত অভি ভিলায় স্থানীয়রা মাদক ব্যবসায়ীদের আড্ডাখানায় হানা দিয়ে ট্যাবলেট বিদ্যুত,শির্ষ মাদক ব্যবসায়ী আর্মি সেলিম সহ তাদের এক সহযোগীকে আটক করে গণধোলাই দেয় স্থানীয়বাসী।এরপর বেশ কয়েক মাস আত্নগোপনে থাকার পর করোনা ভাইরাসের সূচনালগ্নে জেলা জুড়ে লকডাউন চলাকালে ট্যাবলেট বিদ্যুৎ আবারো ফতুল্লা প্রেস ক্লাব গলিতে অবস্থান নিয়ে ইয়াবা বিক্রি ও সেবনের আসর জমায়।এ বিষয়ে স্থানীয়বাসী এবং ফতুলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ফতুল্লা মডেল থানায় জানানো হলে থানা পুলিশ একাধিক বার অভিযান পরিচালনা করে বাবা বিদ্যুতের আড্ডাখানায়।এতে করে পুলিশ ট্যাবলেট বিদ্যুৎ কে গ্রেফতার করতে ব্যর্থ হলে মাদকের আড্ডাখানা ভেঙে দেয় পুলিশ।অপরদিকে রমজান মাসের শুরু থেকে ট্যাবলেট বিদ্যুত কে স্থানীয়দের অনেকেই মৌখিক ভাবে সতর্ক করে দিলে ও সে কারো কথাই আমলে নেয়নি।সর্বশেষ গত ৮/১০ দিন পূর্বে ইয়াবা বিক্রি কালে দ্বিতীয়বারের মতো স্থানীয়দের হাতে ধরা পরে গণধোলাইয়ের শিকার হয় ট্যাবলেট বিদ্যুৎ। স্থানীয় একাধিক সূত্রে জানাযায়, দীর্ঘদিনে ধরে ফতুল্লা বাজারে অবস্থিত অভি ভিলার ২য় তলায় বিদ্যুতের ভাড়াকৃত কক্ষে মাদক ব্যবসা এবং মাদক সেবন করে ট্যাবলেট বিদ্যুত সহ বেশ কিছু মাদক ব্যাবসায়ী। আইন-শৃংখলা রক্ষাবাহিনী একাধিক বার অভিযান চালিয়ে বেশ কিছু মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করে। কিন্তু আইনের ফাঁক দিয়ে তারা বের হয়ে পূনরায় মাদক ব্যবসা অব্যাহত রাখে। সূত্র মতে,এলাকাবাসীর তোপের মুখে অভি ভিলার ভাড়া রুম ছেড়ে দিয়ে ফতুল্লা ছেড়ে ট্যাবলেট বিদ্যুত বর্তমানে জামতলায় বসবাস করলে ও ফতুল্লা কেন্দ্রিক মাদক ব্যবসায় রয়েছে সক্রিয়।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৩ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২০ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২২ |
এশা | রাত ৭:৪০ |
আপনার মতামত কমেন্টস করুন