বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
ফতুল্লা সংবাদদাতা : মরহুম রাশেদ আলী স্মৃতি সংসদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার ২৯ অক্টোবর দুপুর ৩টায় ফতুল্লা সাহারা সিটি বালুর মাঠ প্রাঙ্গনে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব ফরিদ আহম্মেদ লিটন। মোঃ রিমন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো শহীদুল্লাহ শহীদ, ফতুল্লা ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুল কবীর হাবিব, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সদস্য মোঃ খোরশেদ আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ফরিদ আহম্মেদ লিটন বলেন, যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়াজগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে। করোনা মহামারি এ বৈশ্বিক সংকটে তরুণদের বিপদগামী হতে দূরে রাখা, খেলাধুলার মাধ্যমে শারীরিকভাবে সুস্থ জাতি গঠনে আগ্রহী ও সামাজিক মূল্যবোধ তৈরির লক্ষ্যে মরহুম রাশেদ আলী স্মৃতি সংসদ এর উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক মিন্টু পাল, সদস্য সালু চৌধুরী, জাকির হোসেন বাবুল, শাহজাহান, মোঃ বাদশা মিয়া, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরফান মাহমুদ বাবু, যুগ্ম সম্পাদক রুবেল চৌধুরী, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পলাশ, প্রচার সম্পাদক নূর হোসেন, ফরহাদ হোসেন, মিশু, জামিল, প্রিন্স, সাদ্দাম, কিরণ, মাসুদ, মোয়াজ্জেম বাবু ও জয় পারভেজ প্রমূখ।
মরহুম রাশেদ আলী স্মৃতি সংসদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাশেদ আলী স্মৃতি সংসদ বনাম বেপারীপাড়া তরুণ সংঘ নির্ধারিত সময়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ট্রাইবেকারে বেপারীপাড়া তরুণ সংঘ বিজয়ী হয়। খেলা শেষে প্রধান অতিথি প্রতিযোগিদের মাঝে পুরস্কার তুলে দেন।
Dhaka, Bangladesh বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৪ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২১ |
এশা | রাত ৭:৩৯ |
আপনার মতামত কমেন্টস করুন