শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ছিনতাইকারীদের কাছ থেকে ছোট ভাইয়ের মোবাইল উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছে বড় ভাই ওয়ালিদ আহম্মেদ। ছিনতাইকারীরা ওয়ালিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। গত শনিবার বিকেলে ফতুল্লার চর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ওয়ালিদ আহমেদ ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আহত ওয়ালিদ জানায়, আমার ছোট ভাই মোঃ হৃদয় শুক্রবার বিকেলে চর কাশিপুর ঘুরতে গেলে এলাকার মোঃ আলী (৪৫), শাকিল (১৮), রিয়াদ (২৬), ইমরান (২৫), নুর হোসেনসহ (২৭), অজ্ঞাতনামা ৪/৫ জন গতিরোধ করে ভয়ভিতি দেখিয়ে সঙ্গে থাকা মোবাইল ও নগদ টাকা রেখে দেয়। আমি বিষয়টি জানতে পেরে শনিবার বিকেলে চর কাশিপুর গেলে ছিনতাইকারী চক্রটি আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় আমার সাথে থাকা তিন হাজার একশত টাকাসহ ম্যানিব্যাগ ও সাগরের একটি বাটন মোবাইল সেট এবং হৃদয়ের একটি ভিভো মোবাইল সেট নিয়া যায়।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ৭ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২২ |
সূর্যোদয় | ভোর ৫:৩৯ |
যোহর | দুপুর ১১:৫৯ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:১৯ |
এশা | রাত ৭:৩৭ |
আপনার মতামত কমেন্টস করুন