বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
ফতুল্লায় কান ফোঁড়ানো তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে পার্লারে হামলা ও মারধর করেছে লেডী মাস্তান শিমু।শনিবার (৫ নভেম্বর)দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী বায়জিদ বোস্তামী রোড এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় র্পালারের মালিক স্বর্না আক্তার ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানাযায়, প্রায় ৮/১০ দিন পূর্বে শিমু অক্তার স্বর্ণলী বিউটি পার্লারে আসিয়া দুটি কান ফোঁড়াইয়া নেন। শনিবার বিকালে শিমুসহ ২/৩ জন পার্লারে অসিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে পার্লার মালিক স্বর্না আক্তারকে। শিমুকে গালিগালাজের কারন জানতে চাইলে ক্ষিপ্ত হইয়া পার্লার মালিক স্বর্না আক্তারসহ আরেকজন কাষ্টমারকে মারধর করে গুরুত্ব জখম করে। এক পর্যায়ে শিমু পার্লারের ক্যাশ থেকে নগদ ৮ হাজার টাকা,গলায় থাকা আটআনা ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায়। ঘটনার ভিডিও ধারন করতে গেলে হাতে থাকা লাভা মোবাইল সেট ভেঙ্গে ফেলে। পরে ঘটনা শুনে তার মা চাচী শিমুদের বাসায় ঘটনার কারন জানতে গেলে তাদেরকে ও মারধর করে আহত করে। এলাকাবাসী জানান, শিমু বেপোয়ারা একটি মেয়ে। কয়েক দিন পর পর বিভিন্ন লোকের সাথে ঝগড়া বিবাদ করে। এলাকায় কাউকে সে কেয়ার করে না।তার আচারন লেডি মাস্তানের মত।
Dhaka, Bangladesh বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৪ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২১ |
এশা | রাত ৭:৩৯ |
আপনার মতামত কমেন্টস করুন