বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ধর্ষণে বাধা দেয়ায় সাবেক ছাত্রদল নেতাকে চারতলা থেকে ফেলে হত্যাচেষ্টা নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার আবুল কালাম আজাদ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমারগো  আবারও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। -ফতুল্লা থানা বিএনপির সভাপতি টিটু যুবদল নেতা টিপুর দিকনির্দেশনা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মিলাদ ও দোয়া আ’লীগ দোসরদের সংঘবদ্ধ হামলায় আহত ৪, আতঙ্কে এলাকাবাসী ফতুল্লা ইউনিয়ন যুবদল নেতা মিঠুর নেতৃত্বে একটি বিশাল মিছিল ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না : মামুন মাহমুদ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের আহবায়ক কমিটি গঠন ফতুল্লায় চেম্বার নেতৃবৃন্দের লিফলেট বিতরণ ফতুল্লা সস্তাপুরে কাস্টমস কর্মকর্তা মারফের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ঝাড়ু মিছিল

ওসি‘র মহৎ উদ্যোগে মোস্তফা কামালের সহযোগিতা,বিনাপয়সায় অভিযোগ-জিডি

নিউজটি শেয়ার করুন:

ফতুল্লা মডেল থানায় সেবা নিতে আসা নাগরিকদের ভোগান্তি ও অর্থ খরচ লাঘবে বিশেষ ডেস্ক চালু করেছেন ওসি রকিবুজ্জামান। তার এ উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারন সম্পাদক বিশিষ্ট শিল্পপতি মোস্তফা কামাল।

এ কাজে সহযোগিতার উদ্দেশ্যে ইতিমধ্যে নিজস্ব অর্থায়নে একসেট কম্পিউটার ওসি রাকিবুজ্জামানের হাকে তুলে দেন কমিউনিটি পুলিশিং এর নেতা মোস্তফা কামাল।

রোববার(২৬ সে্প্টেম্বর) দুপুরে ওসির কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানে এ কম্পিউটার সেট হস্তান্তর করা হয়।

এর ফলে সেবা নিতে ভুক্তভোগীদের আর বাহিরের ব্যবসা প্রতিষ্ঠান কম্পিউটারের দোকানীদের অর্থ হাতিয়ে নেয়ার কবলে পড়তে হচ্ছে না। থানার ভেতরেই আপাতত কয়েকজন কনস্টেবলকে দিয়ে অভিযোগ-জিডি লিখে দেয়ার কাজে বসানো হয়েছে। লোকবলের সংকটে কাটাতে পরবর্তীতে একজন কম্পিউটার অপারেটরকে নিয়োগ দেয়া হবে এ কাজ চালিয়ে নিতে। এ সকল অর্থায়নেও সহযোগিতা দেবেন মোস্তফা কামাল।

এ ব্যাপারে কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির ফতুল্লা থানা শাখার সভাপতি মোস্তফা কামাল বলেন, এ উদ্যোগ অবশ্যই থানায় সেবা নিতে আসা সাধারন জনগনের মঙ্গলের জন্যে। যা বর্তমান ওসি রকিবুজ্জামানের সৃজনশীল এবং মহৎ উদ্দেশ্যেরই একটা অংশ। এর ফলে সেবা নিতে আসা অসহায় জনগনের ভোগান্তি কমবে, অতিরিক্ত খরচ থেকে রেহাই পাবে। এরআগে বাহিরের কম্পিউটার দোকানে যাচ্ছেতাই আচরনে ভুক্তভোগিদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো,তা এখন আর হবে না আশা করছি। এ মহৎ উদ্যোগে কমিউনিটি পুলিশিং এর পক্ষে কম্পিউটার সেট গিফট করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আগামীতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

অপরদিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, এতদিন থানায় অভিযোগ করতে আসা ভুক্তভোগিদের অভিযোগ বা জিডিগুলো বাইরের কম্পিউটার দোকানগুলো থেকে লেখাতে হতো। এ সুযোগে তাদের কাছ থেকে কোন কোন দোকানে ৩‘শ থেকে ৫‘শ টাকা পর্যন্ত হাতিয়ে নিতো। আর বদনাম হতো থানা পুলিশের। এখন থেকে থানার ভেতরেই এ সকল অভিযোগ ও জিডি লেখা হবে। তবে আমাদের সদস্য সংখ্যার সংকট থাকায় আগামীতে িএকজন অপারেটর নিয়োগ দেয়া হবে। এ কাজে কম্পিউটার দিয়ে সহযোগিতা করেছে মোস্তফা কামাল। তাকে ধন্যবাদ জানাই।  তিনি আরো বলেন,এখনো কেউ যদি বাইরের দোকান থেকে অতিরিক্ত টাকায় কিছু লেখাতে যান তাহলেতো আমাদের আর করার কিছু থাকবে না।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
৪ রবিউল-আউয়াল, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২১
সূর্যোদয়ভোর ৫:৩৮
যোহরদুপুর ১২:০০
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:২১
এশা রাত ৭:৩৯

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD