শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
পবিত্র শবে বরাতের রাতে কিশোরগ্যাংয়ের হামলায় আহত কলেজ ছাত্র জুবায়ের এখনো পর্যন্ত যন্ত্রনায় কাতরাচ্ছে। অপর দিকে কলেজ ছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় জুবায়েরের পিতা ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করার ৫ দিন অতিবাহিত হেেলা পুলিশ এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি।অপরদিকে আসামী পক্ষেও অব্যাহত হুমকীর মুখে নিরাপত্তাহীনতার মাছে দিন কাটাচ্ছে জুবায়েরের পরিবার।স্থানীয়রা জানায়,আসামী পক্ষের লেঅকজন প্রভাবশালী হওয়ার কারনেই পুলিশ
তাদেরকে গ্রেফতার করছে না। তবে হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করলে ভবিষ্যতে এর চেয়ে বড় ধরনের কিছু করতে পারে বলে জানান তারা।
শবেবরাতের নামাজ আদায় করতে গিয়ে এ কিশোরগ্যাংয়ের হামলা শিকার হয়ে ফতুল্লার পশ্চিম লামাপাড়া মো.জাকিরের ছেলে একাদশ শ্রেনীর শিক্ষার্থী মো.জুবায়ের আহম্মেদ। এ বিষয়ে মো.জাকির সস্তাপুর এলাকার ( উপজেলা কলোনী ) ফাহিমগংদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসুত্রে জানা যায়, শবে-বরাতের রাতে প্রতিবেশী বিল্লালের ছেলে মুন্নার সাথে নামাজ শেষে কবর জিয়ারত করে বাসায় আসার পথে উপজেলার মেইন গেইটের সাথে কার্লভাটের উপর ফাহিম,সিয়াম,হাসানসহ অজ্ঞাত ১০/১২ জন একত্রিত হয়ে আমার ছেলে ও মুন্নাকে ঘিরে ফেলে। ফাহিমদেও হাতে থাকা অস্ত্রসস্ত্র দেখে পালিয়ে গেলেও আমার ছেলে পারেনি। এ সময় ফাহিমগংদের হাতে থাকা ছোড়া দিয়ে আমার ছেলেকে হত্যার উদ্দোশ্যে পিঠে,কোমড়ের বাম পার্শে,বুকে,বাম হাতে উপর্যূপরি কোপাইয়া গুরুতর রক্তাক্ত জখম করে। ফলে আমার ছেলের বাম হাতের একটি আঙ্গুল কেটে মাটিতে পড়ে যায়। এ সময়
আমার ছেলে মাটিতে লুটাইয়া পড়লে সিয়াম আমার ছেলেকে হত্যার জন্য কোপাইতে থাকে এবং হাসান তার হাতে থাকা হকিষ্টিক দিয়ে বেধড়ক পিটাতে থাকে। এ সময় আমার ছেলে বাচার জন্য চিৎকার দিয়ে দরগাবাড়ির মসজিদ রোডে শিক গার্মেন্টস এর সামনে পৌছালে বিবাদীরা পুনরায় আমার ছেলেকে কোপাতে থাকে। ছেলের চিৎকারে শবেবরাতের নামাজি মুসুল্লীরা এগিয়ে এসে আমার ছেলেকে রক্ষা করে। এবং তাদের সহযোগিতায় আমি আমার ছেলেতে নারায়ণগঞ্জ ১০০ শষ্যা হাসপাতালে চিকিৎসা করতে নিয়ে গেলে চিকিৎকরা
আমার ছেলের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা জাতীয় পঙ্গু ও পুর্নবাসন কেন্দ্রে রেফার্ড করেন।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ৭ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২২ |
সূর্যোদয় | ভোর ৫:৩৯ |
যোহর | দুপুর ১১:৫৯ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:১৯ |
এশা | রাত ৭:৩৭ |
আপনার মতামত কমেন্টস করুন