বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি থেকে আরেকটি বাল্কহেডে যাওয়ার সময় বুড়িগঙ্গা নদীতে পড়ে আতিফ আফনান নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার সকাল ৯টায় ফতুল্লার ধর্মগঞ্জ শাহিন কোলেস্টর ঘাটে এ ঘটনা ঘটে। দুপুর ১২টা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদীতে তার খোঁজে সন্ধান চালাচ্ছে।
নিখোঁজ ছাত্র আতিফ আফনান (১২) লক্ষ্মীপুর জেলার দোলাকান্দী মাওলানা বারির শাহাদাত হোসেনের ছেলে। সে ধর্মগঞ্জ ইসলামিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র। আফনান বাবা মায়ের সঙ্গে ফতুল্লার হরিহরপাড়া আমতলা এলাকায় বসবাস থাকতো।
আতিফ আফনানের বাবা শাহাদাত হোসেন জানান, আফনান সকাল ৯টায় মাদ্রাসা থেকে সহপাঠিদের সঙ্গে নদীর তীরে ঘুরতে যায়। এরপর একটি থেকে আরেকটি বাল্কহেডে লাফিয়ে যাওয়ার সময় পায়ে দড়ি পেঁচিয়ে নদীতে পড়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়।
ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঢাকা থেকে এসে সন্ধান চালাচ্ছে। তবে তাকে এখনো পাওয়া যায়নি।
ধর্মগঞ্জ ইসলামিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল মতিন জানান, সকালে ছাত্ররা মাদ্রাসায় গিয়ে জানায়, আতিফ আফনান নদীতে পড়ে গেছে। তখন দ্রুত তার অভিভাবকদের জানিয়ে নদীর তীরে এসে আমরাও খোঁজাখুঁজি করছি। ওই ছাত্র তার বাসায় থেকে মাদ্রাসায় পড়ে। সে সাঁতার জানে না।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ছাত্রটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
Dhaka, Bangladesh বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৪ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২১ |
এশা | রাত ৭:৩৯ |
আপনার মতামত কমেন্টস করুন