বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
ফতুল্লায় সরকারী সাহায্য দেবার নাম করে অন্ধ কল্যান সমিতির কার্যালয়ে ডেকে নিয়ে প্রতিবন্ধী এক অন্ধ নারীকে মারধরসহ নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেবার অভিযোগ উঠেছে অন্ধ সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধে ।
এ ঘটনায় বৃহস্পতিবার(১৭ ডিসেম্বর) দুপুরে মারধরের শিকার অন্ধ নারী মোসাঃ সকিনা বেগম (৪৪) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মারধর ও ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ এনে অন্ধকল্যান সমিতির সাধরান সম্পাদক আব্দুল(৬৫) সহ জামাল(৪০), আমির(৪৫), খোকন(৪৫),সালমা(৩২),তারেখ(৫০),সোবহান(৫০)ও তাজুল(৪০) কে আসামী করে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানা যায়,চলতি মাসের ১০ তারিখে বাদীকে সরকারী ত্রাণ দেবার কথা বলে ফতুল্লা থানার উত্তর চাষাড়ার ইসদাইরস্থ বাংলাদেশ অন্ধকল্যান সমিতির কার্যালয়ে ডেকে এনে বিবাদীরা তাকে চড়,থাপ্পর,লাথি ঘুষি সহ তাকে এলোপাতাড়ি ভাবে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে নীলা জখম করে।
এ সময় বাদীর সাথে থাকা বিশ হাজার টাকা ও ছিনিয়ে নিয়ে যায়।পরবর্তীতে বাদী তাদের কবল থেকে মুক্তি পেয়ে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া)চিকিৎসা গ্রহণ করে।চিকিৎসা শেষে ফতুল্লা থানায় এসে আজ লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানায়।
Dhaka, Bangladesh বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৪ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২১ |
এশা | রাত ৭:৩৯ |
আপনার মতামত কমেন্টস করুন