নিজস্ব প্রতিবেদক ফতুল্লায় চানমারীতে অগ্নিনির্বাপক বিক্রয় কেন্দ্রে সিলিন্ডার বিস্ফোরনে রফিকুল ইসলাম(৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় চানমারী এলাকায় ড্রীম হাইজ নামে ৭তলা ভবনের নিচ তলায় অবস্থিত সেফটি ফার্স্ট ফায়ার প্রটেকশন নামে অগ্নিনির্বাপক বিক্রয় কেন্দ্রে এঘটনা ঘটে। নিহত রফিকুল নোয়াখালী জেলার লক্ষীপুর এলাকার মমিন উল্লাহর ছেলে। নির্বাপক কেন্দ্রের মালিক রিয়াজ ঘটনার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপন করেছেন বলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান। ফতুল্লা মডেল থানার ইনচার্জ আসলাম হোসেন জানান, ধারনা করা হচ্ছে রফিকুল অগ্নিনির্বাপক যন্ত্রে কার্বন-ডাই অক্সাইড গ্যাস ভরার সময় বিস্ফোরনটি ঘটেছে। এবিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসেছে তারা তদন্ত করছে আমরাও তদন্ত করে অগ্নিনির্বাপক বিক্রয় কেন্দ্রের বৈধতা আছে কিনা দেখবো।
আপনার মতামত কমেন্টস করুন