৯ বোতল বিদেশী মদ সহ দুই যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার মাসদাইর ঈদগাহ মাঠ সংলগ্ন সামনের রাস্তা থেকে তাদের গ্রেফতার করে ।
গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা থানার মাসদাইর বাজার এলাকার মৃত ইব্রাহিমের পুত্র ইয়াসিন আরাফাত(২৩) ও একই এলাকার মোঃ মাহফুজের পুত্র রাজু আহম্মেদ(২৩)।
ফতুল্লা থানার উপ-পরিদর্শক ফরহাদ জানায়, বৃহস্পতিবার রাত দশটার দিকে রিক্সা যোগে জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন মায়ের দোয়া কনফেকশনারির সামনের রাস্তা দিয়ে মাসদাইর যাওয়ার পথে সঙ্গীয় ফোর্স নিয়ে রিক্সারোহী দুই যুবক ইয়াসীর আরাফাত ও রাজু আহম্মেদ কে তল্লাশী করে নয় বোতল বিদেশী মদসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত কমেন্টস করুন