মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ঘরে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ১৫ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার তাস উদ্ধার করা হয়। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে শুক্রবার রাত ১টায় ফতুল্লার পাগলা তালতলাস্থ জনৈক মাসুদের পরিত্যক্ত টিনসেড ঘরে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- পাগলা নয়ামাটি এলাকার মৃত আলহাজ্ব আফসার উদ্দিনের ছেলে নজরুল ইসলাম, দেলপাড়া চেয়ারম্যান বাড়ি রোড এলাকার আঃ রশিদ মিয়ার ছেলে মোঃ ফয়সাল, পাগলা বৌবাজার এলাকার নিজাম ড্রাইভারের ছেলে মোঃ পান্না, দেলপাড়া মৃত সেকেন্দোর শেখের ছেলে আঃ হালিম, পাগলা নয়ামাটি এলাকার আঃ রহমানের ছেলে ইব্রাহিম, নতুন জুরাইন এলাকার মোকলেছের ছেলে হারুন, পাগলা জেলেপাড়া এলাকার মৃত সোহরাব ঢালীর ছেলে রতন ঢালী, পটুয়াখালী মৃত ফজলুল হকের ছেলে আমিনুল ইসলাম, ওয়াহেদ, রতন, আলাউদ্দিন, শহীদুল ইসলাম, সাজু মিয়া, পাগলা বৌবাজার এলাকার মৃত নবীউল্লাহ’র ছেলে মোঃ হাবিবুল্লাহ ও পাগলা নয়ামাটি এলাকার মোঃ আবুল কাশেমের ছেলে কামাল হোসেন। এ সময় তাদের কাছ থেকে নগদ ৬১ হাজার টাকা ও ৪ বান্ডেল তাস ও বিভিন্ন কালারের ২৯২াট তাস উদ্ধার করা হয়। ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ফতুল্লার পাগলা এলাকায় জুয়া খেলার সময় থানার একটি টিম অভিযান চালিয়ে ১৫ জন জুয়াড়িকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার তাস জব্দ করা হয়। তাদেরকে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৪ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২০ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২২ |
এশা | রাত ৭:৪০ |
আপনার মতামত কমেন্টস করুন