বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
এক সময়ে বিভিন্ন রাজনৈতিক পোষ্টার আর বিজ্ঞাপনে ঢেকে থাকা, শেওলাপড়া, জরাজীর্ণ দেওয়াল এখন স্কুল শিক্ষার্থীদের অঙ্কনে নতুন রূপে সেজেছে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার সোনাকান্দা এলাকার ওয়াসা ও বিভিন্ন দেয়াল। সেখানে শোভা পাচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে ফুটে ওঠা কোটা আন্দোলনের স্লোগানসহ দেশের বিভিন্ন অন্যায়ের চিত্র আর সমাজ সংস্কারমূলক উক্তি। এসব দেয়াল চিত্র আঁকেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
সোনাকান্দা ওয়াসার দেয়ালে ২০ আগষ্ট মঙ্গলবার সকাল থেকেই সরকারি হাজী ইব্রাহিম আলমচান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের কয়েকটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন উক্তি ও চিত্র আঁকছে। প্রথমে একদল শিক্ষার্থী জরাজীর্ণ দেওয়াল পরিষ্কার করে। অন্যদল বিভিন্ন রং মিশিয়ে তুলির আঁচড়ে উক্তি, আলপনা ফুটিয়ে তুলছেন। আঁকা হচ্ছে উৎসাহমূলক নানা চিত্র। আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের স্মরণ করে জানানো হয় শ্রদ্ধা।
সমাজ বা রাষ্ট্রের কাছে শিক্ষার্থীদের কি চাওয়া সেটা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করছেন তারা। শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে আঁকা শিল্পকর্ম আকৃষ্ট করছে পথচারী ও সাধারণ মানুষদের। আবার কেউ কেউ দাড়িয়ে আছে দেখছে এবং উৎসাহ দিচ্ছে।
এই ক্যাটাগরীর আরো খবর..
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ২৮ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৫ |
আপনার মতামত কমেন্টস করুন