মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামে ডাকাতির প্রস্ততিকালে শুক্কুর আলী নামে এক ডাকাত সদস্যকে আটক করে এলাকাবাসী। গত ৬ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ১০টায় আলগীরচর গ্রামে ডাকাতির কাজে ব্যবহৃত চাপাতি, ছোরা ও একটি মোটর বাইকসহ শুক্কুর আলী (২৮)কে আটক করা হয়। ডাকাতির ঘটনায় আলগীরচর এলাকার মোকলেসুর রহমান বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারী মোখলেসুর রহমান জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আলগীরচর গ্রামে ডাকাত সদস্য শুক্কুর আলী (২৮)কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চাপাতি, ছোরা ও একটি মোটর বাইক উদ্ধার করা হয়। এসময় অন্যান্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়। ডাকাত সদস্য শুক্কুর আলী আড়াইহাজার উপজেলার বাড়ইপাড়া এলাকার হযরত আলীর ছেলে। আটককৃত শুক্কুর আলী জনতার হাতে উত্তম মাধ্যম খেয়ে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মামুন ও চেঙাকান্দি গ্রামের জামাল তার সাথে ডাকাতি কাজে সহযোগিতা করেছে বলে স্বীকার করে। এলাকাবাসী জানায়, চেঙাকান্দি গ্রামের ডাকাত সর্দার জামাল বারদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দাইয়ান মেম্বারের ভাগীনা। ডাকাত সদস্য শুক্কুর আলীকে রাত ১২টায় সোনারগাঁ থানায় নিয়ে আসার পর সকাল আটটায় ডিউটি অফিসারের কক্ষ থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।
সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, আলগীরচর থেকে আটককৃত আসামী কোন ডাকাত সদস্য নয়, তবে সে অস্ত্রসহ ওই এলাকায় একটি বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলো। সে পুলিশের কাছ থেকে নয়, এলাকাবাসীর হাত থেকেই পালিয়ে গেছে। তাকে পূনরায় গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ২৫ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৮ |
এশা | রাত ৭:৪৭ |
আপনার মতামত কমেন্টস করুন