মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৯২ জন গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। এছাড়া প্রতিবন্ধী, হিজড়া ও পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) সকালে এ কার্যক্রম উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
নারায়ণগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বকাউলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম, সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।
এসময় সোনারগাঁ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবরা উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, সম্মিলিত কাজের মাধ্যমে আধুনিক সোনারগাঁও গড়ে তোলা সম্ভব হবে। যে যার অবস্থান থেকে তার কাজটুকু করে যেতে হবে। আধুনিক সোনারগাঁও গড়তে গ্রাম পুলিশকে কাজে লাগাতে হবে। সমাজের অনিয়মগুলো তাদের মধ্যমে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে দেওয়া হবে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ২৫ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৮ |
এশা | রাত ৭:৪৭ |
আপনার মতামত কমেন্টস করুন