মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন
সোনারগাঁয়ে পৃথক অভিযানে মাদক ও ডাকাতির মামলাসহ বিভিন্ন অভিযোগে ১১ জনকে আটক করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, সোনারগাঁ থানা পুলিশ গত ৩ আগস্ট মঙ্গলবার পৃথক ভাবে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১জনকে আটক করে। তাদেরকে বিভিন্ন মামলায় আটক করা হয়েছে বলে জানায় থানা পুলিশ। আটককৃতরা হলো সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আরিফের বাড়ির ভাড়াটিয়া মৃত ফয়েজ উদ্দীনের ছেলে আবদুল কুদ্দুস শেখ ওরফে সেলিম, নানাখী পূর্বপাড়া এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে শাহ আলম। বারদীর দৌলরদী গ্রামের আয়াত আলীর ছেলে মোহাম্মদ আলী, কলতাপাড়া এলাকার আবু সাঈদের ছেলে নবী হোসেন, সামসুল হকের ছেলে আব্দুল সালাম, বালিয়াপাড়া এলাকার মতি মোক্তারের ছেলে ইমন খাঁন, এছাড়াও বন্দর উপজেলার মদনপুর শান্তিনগর এলাকার আলমগীর হোসেনের ছেলে মোহাম্মদ সাদ্দাম ও রমজান, একই এলাকার আমজাদ হোসেনের ছেলে আসাদ, আড়াইহাজার উপজেলার উত্রাপুর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে গোলাম রসূল, নরসিংদী জেলার মাধবদী উপজেলার বানিয়াচর এলাকার আবু কালামের ছেলে পারভেজ।
সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, আটককৃতদের বুধবার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ২৫ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৮ |
এশা | রাত ৭:৪৭ |
আপনার মতামত কমেন্টস করুন