সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
নববধূ নাতনিকে সঙ্গ দিতে এসে দাদি ও নানি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছেন। নিহতরা হলেন কুমিল্লার মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের আব্দুল বারেকের স্ত্রী আমেলা খাতুন (৭০) ও একই এলাকার ফজলুল রহমানের স্ত্রী নুরজাহান (৬৫)।
আজ শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর শুকতারা সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের চালক, হেলপার ও গাড়ি আটক রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের আলী হোসেনের মেয়ে সিনথিয়ার সাথে পিরোজপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে আল আমিনের বিয়ে হয়। বিয়ের পর রীতি অনুসারে নববধূ সিনথিয়ার সঙ্গে বরের বাড়িতে নাইওরি হয়ে আসেন কনের নানি ও দাদি। শনিবার সকালে বরের বাড়ি থেকে পার্শ্ববর্তী মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর গ্রামে তাদের এক আত্মীয়ের বাড়িতে যান। আত্মীয় বাড়ি থেকে নাতনির (বরের) বাড়িতে ফেরার পথে ঢাকাগামী এশিয়া এয়ারকন নামের একটি যাত্রীবাহী বাসচাপায় ঘটনাস্থলেই দুই বেয়াইন মারা যান। নিহতদের লাশ কাচঁপুর হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে বাসটি জব্দ ও চালক এবং হেলপারকে আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই তা হস্তান্তর করা হবে। এ ব্যাপারে নিহত পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
Dhaka, Bangladesh সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ২৫ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৫ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৯ |
এশা | রাত ৭:৪৮ |
আপনার মতামত কমেন্টস করুন