বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন
নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের গোদনাইলে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন ফরিদা হান্নান নিট ওয়্যার পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিক্ষোভ করেন শ্রমিকরা। তবে কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো ধরনের হস্তক্ষেপ নেয়নি।
বিক্ষোভরত শ্রমিক সিয়াম জানান, তারা গত তিন মাসের (ফেব্রুয়ারি থেকে এপ্রিল) বেতন না পেয়ে সকাল ৮টার দিকে গার্মেন্টসের সামনে অবস্থান করেন। এদিকে ইন্ড্রাষ্ট্রিয়াল পুলিশকে খবর দেয়া হলেও দুপুর ১টা নাগাদ তারা পৌঁছায়নি।
সিয়াম বিলেন, ‘আমরা তিন মাস ধরে বেতন ভাতা পাচ্ছি না। কারখানা কর্তৃপক্ষ দেই-দিচ্ছি বলে আমাদের সঙ্গে টালবাহানা করছে। বাড়ি ভাড়া ও দোকানে বাকি আছে। এর মধ্যে নারায়ণগঞ্জ লকডাউন (অবরুদ্ধ) রয়েছে। আমাদের ঘরে খাবার নেই। এখন আমাদের না খেয়ে মরার উপক্রম হয়েছে, ইতোমধ্যে রোজাও শুরু হয়ে গিয়েছে, রোজা রেখে শ্রমিকরা এখানে অবস্থান করছেন।’
শ্রমিকরা আরও জানান, ‘সরকার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও ব্যক্তিগত উদ্যোগে যেসব ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে তা কেবল নারায়ণগঞ্জের যারা তারাই পাচ্ছেন।কারখানার শ্রমিকেরা এ ত্রাণ সহায়তা পাচ্ছেন না।
‘তারা আরও বলেন, ‘তাই বকেয়া বেতন না পেলে বউ-বাচ্চা নিয়ে না খেয়ে মরা ছাড়া কোনও উপায় নেই। লকডাউন থাকায় সব যানবাহন বন্ধ থাকায় গ্রামের বাড়িতেও যেতে পারছি না।’
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৬ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন