বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে আদমজী পুরানো থানা সংলগ্নের ডিএনডি খালের ব্রিজের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার মো. মাসুদের ছেলে মোহন (১৮), একই এলাকার বাবুলের ছেলে আরমান (১৯), গাজীপুর জেলার বুলবুল মিয়ার ছেলে নেয়ামুল হাসান (১৮)।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছোরা, একটি চাপাতি, ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতাররা বিভিন্ন সময় পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে বিভিন্ন প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে দলবদ্ধ হয়ে ছিনতাই ও চাঁদাবাজির উদ্দেশ্যে দাপট প্রদর্শন করে জনমনে ভয়ভীতি সৃষ্টি করে আসছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, গ্রেফতার আসামিরা পেশাদার ছিনতাইকারী। এরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছে। তাদের সবার বিরুদ্ধে থানায় একটি দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৬ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন