বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন
সিদ্ধিরগঞ্জের পুল এলাকায় অভিযান চালিয়ে আট ড্রামভর্তি এক হাজার ৬৮০ লিটার চোরাই ডিজেলসহ এ চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. আকরাম হোসেন (৩৫) ও মো. নুরুল ইসলাম (৪৫)। এ সময় চোরাই তেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
র্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু এক সঙ্গে বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতার আসামিরা চোরাই তেল কেনাবেচা সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানি তেল সংগ্রহ করে অবৈধভাবে কেনাবেচা করে আসছিল। এসব তেল চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৬ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন