বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
সিদ্ধিরগঞ্জে গাঁজাভর্তি পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।মঙ্গলবার (১০ আগস্ট) সকালে র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- মানিকগঞ্জের মাগরভাঙ্গা এলাকার এনামুল হকের ছেলে শরিফুল ইসলাম (৩০) ও মুন্সীগঞ্জের টঙ্গী-বাড়ী উপজেলার পাইকপাড়া এলাকার আক্কাস বেপারীর ছেলে জনি বেপারী (২০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাঁজা নিয়ে কুমিল্লা থেকে একটি পিকআপ ঢাকার দিকে আসছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালায় র্যাব। এ সময় সন্দেহজনক একটি পিকআপ তল্লাশি চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ শরিফুল ইসলাম ও জনি বেপারীকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পণ্যবাহী পিকআপ চালক-হেলপার পেশার ছদ্মবেশে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৭ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন