রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে র্যাব-১১’র পৃথক দু’টি অভিযানে তিন চাঁদাবাজকে আটক করা হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় র্যাব-১১’র একটি আভিযানিক দল ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা এলাকাস্থ সিএনজি স্ট্যান্ডে ও সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় সিএনজি স্ট্যান্ডে অভিযান চালিযে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৭,৪৯০/- টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত চাঁদাবাজরা হলো, শরিয়তপুর জেলার জাজিরা থানার বুদেরহাট এলাকার মৃত মো: আলী হোসেনের ছেলে মো: মিন্টু (৩০), চাঁদপুর জেলার হাইমচর থানার লক্ষীপুর এলাকার মৃত আ: গফুরের ছেলে মো: মোমেন (৩২) এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার কানাইনগর এলাকার নাসির খানের ছেলে মো: সাজ্জাদ হোসেন (২৪)। তারা উভয়ই নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ভূইঘর এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে আসছিল।
সোমবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে র্যাব-১১’র সদর দপ্তর থেকে গনমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন সাইনবোর্ড শান্তিধারা এলাকায় সিএনজি স্ট্যান্ডে ও সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় সিএনজি স্ট্যান্ডে ও সিএনজি চালকদের গুরুতর আঘাত এবং ক্ষয়-ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক অবৈধ চাঁদা আদায় করে আসছিল। তাদের অত্যাচারে সিএনজি চালকেরা অতিষ্ঠ। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও র্যাব নিশ্চিত করেছে।
অপদিকে স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকলেও বর্তমানে চাঁদাবাজীর নিয়ন্ত্রণ নিতে নারায়ণগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং-২৩০২) নামক একটি ব্যানারকে পুঁজি করে মাঠে নেমেছে চাঁদাবাজ সিন্ডিকেট। সিন্ডিকেটটি সাইনবোর্ড মোড় রোড পরিচালনা কমিটির নামে ইতিমধ্যে বিভিন্ন পরিবহনে শুরু করেছে চাঁদাবাজী। ২৩০২ এর ব্যানারে চাঁদাবাজী করতে গিয়ে র্যাবের হাতে গ্রেফতার হওয়া চাঁদাবাজ মাসুদ রানা, নাজিম উদ্দিন নাজু ও মেহেদীর শেল্টারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে প্রকাশ্যে চাঁদাবাজী চালিয়ে যাচ্ছে চৌরঙ্গী সিএনজি এন্ড ফিলিং স্টেশনের মালিক কাজী আব্দুস সাত্তারের ভাগিনা পরিচয়ধারী শাকিল ও কামাল গং। এ চাঁদাবাজরা প্রতিদিন চৌরঙ্গী পাম্প সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের প্রতিটি সিএনজি থেকে ৪০ টাকা, লেগুনা থেকে ১২০ টাকা, অটো রিক্সা থেকে ৩০ টাকা, পশ্চিম পাড়ের সিএনজি থেকে ৩০ টাকা, অনাবিল পরিবহন থেকে ৬০ টাকা, বাঁধন গাড়ি থেকে ৬০ টাকা ও মৌমিতা পরিবহন থেকে ৬০ টাকা হারে চাঁদা উত্তোলন করে আসছে বলে জানা গেছে।
Dhaka, Bangladesh রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ১ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৯ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৪ |
এশা | রাত ৭:৪২ |
আপনার মতামত কমেন্টস করুন