বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ধর্ষণে বাধা দেয়ায় সাবেক ছাত্রদল নেতাকে চারতলা থেকে ফেলে হত্যাচেষ্টা নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার আবুল কালাম আজাদ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমারগো  আবারও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। -ফতুল্লা থানা বিএনপির সভাপতি টিটু যুবদল নেতা টিপুর দিকনির্দেশনা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মিলাদ ও দোয়া আ’লীগ দোসরদের সংঘবদ্ধ হামলায় আহত ৪, আতঙ্কে এলাকাবাসী ফতুল্লা ইউনিয়ন যুবদল নেতা মিঠুর নেতৃত্বে একটি বিশাল মিছিল ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না : মামুন মাহমুদ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের আহবায়ক কমিটি গঠন ফতুল্লায় চেম্বার নেতৃবৃন্দের লিফলেট বিতরণ ফতুল্লা সস্তাপুরে কাস্টমস কর্মকর্তা মারফের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ঝাড়ু মিছিল

শ্রমিক লীগ নেতার ভাতিজা কিশোর গ্যাং লিডার সানি গ্রেফতার

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম : ফতুল্লায় ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী(১৩)কে ধর্ষনের অভিযোগে শ্রমিক লীগ নেতার ভাতিজা কিশোর গ্যাং লিডার সানি (১৮) কে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষনের শিকার হওয়া কিশোরী স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী। সোমবার (২৬ অক্টোবর) দুপরে তাকে শিয়াচর তক্কারমাঠ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।গ্রেফতারকৃত সানী ফতুল্লা থানার শিয়াচর গনি হাজী বাড়ীর মোড় এলাকার আক্কাস আলীর পুত্র ও স্থানীয় শ্রমিক লীগ নেতা ঈমান আলীর ভাতিজা বলে জানা যায়। ঘটনার বিবরনীতে ধর্ষিতা স্কুল ছাত্রীর মা জানায়,রবিবার(২৫ অক্টোবর) সে তার মেয়েকে পাশের ফ্ল্যাটের এক মহিলার নিকট রেখে ডাক্তারের নারায়নগঞ্জের চাষাড়ায় ডাক্তারের নিকট চিকিৎসার জন্য গিয়েছিলো।দুপুর সাড়ে তিনটার দিকে তার মেয়ে দুপুরের খাবার খেতে নিজদের কক্ষে গেলে দরজা খোলা পেয়ে বখাটে সানী তাদের কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়ে জোর পূর্বক তার মেয়েকে ধর্ষন করে।বিষয়টি টের পেয়ে পাশের ফ্ল্যাটের মহিলা সহ একাধিক জন দরজায় টোকা দিয়ে দরজা খোলার জন্য চিৎকার চেচামেচি করলেও ধর্ষক সানী ২০/৩০ মিনিট পর দরজা খুলে বীরদর্পে তাদের সামনে দিয়ে বের হয়ে যায়।পরক্ষনেই তার মেয়ে তাকে ফোন করে জানায় যে দরজা খোলা পেয়ে সানী তাদের ঘরে প্রবেশ করে তার মেয়ের মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষন করেছে।তবে চলে যাবার সময় সানী তার মেয়েকে বলে যায় যে এ বিষয়ে প্রকাশ করলে বা মুখ খুললে তাকে সহ পরিবারের সদস্যদের কে হত্যা করা হবে।তিনি ডাক্তার না দেখিয়েই তৎক্ষনাৎ বাসায় চলে আসেন।তিনি আরো বলেন,বেশ কয়েক মাস ধরেই বখাটে সানী তার ৬ষ্ঠ শ্রেনী পড়ুয়া মেয়েকে স্কুলে যাতায়াতের পথে প্রেমের প্রস্তাব সহ কু- প্রস্তাব দিয়ে আসছিলে।এ বিষয়টিও তার মেয়ে তাকে অবগত করেছিলো। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ আসলাম হোসেন জানায়,অভিযুক্ত ধর্ষক সানী কে গ্রেফতার করা হয়েছে।এবং তার বিরুদ্বে মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান। স্থানীয়দের অভিযোগ শ্রমীক লীগ নেতা চাচা ঈমান আলীর শেল্টারে ফতুল্লার শিয়াচর তক্কারমাঠ এলাকায় মাদক ব্যবসা সহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের জন্ম দিয়ে দাবড়ীয়ে বেড়াতো কিশোর গ্যাং লিডার মাদক ব্যবসায়ী সানী ওরফে ভাতিজা সানী। ভাতিজা সানী দীর্ঘদিন ধরে ফেন্সিডিল, বিদেশী মদ, গাঁজা, ইয়াবাসহ মাদকের রমরমা পাইকারী ও খুচরা ব্যবসা চালিয়ে আসছিলো।মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ভাতিজা সানী গড়ে তুলেছিলো এক শ্রেনীর মাদকাসক্ত উঠতি বয়সীদের নিয়ে সন্ত্রাসী বাহিনী। এলাকার যারাই চিহ্নিত মাদক ব্যবসায়ী সানী বা তার সহোযোগিদের বিরুদ্ধে কথা বলছে তাদেরকেই পুলিশ দিয়ে হয়রানী করছে বলে অভিযোগ ওঠেছে। অনেক সময় মাদক ব্যবসায়ী সানী নিরীহ লোকজনের বাড়িতে মাদকদ্রব্য রেখে পুলিশ দিয়ে হয়রানী করেছে বলেও অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে কথিত শ্রমিক লীগ নেতা শেখ মো. ইমান আলী ভাতিজা সানীকে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে মদদ দেয়ায় বর্তমানে ফতুল্লা র শিয়াচর বড়বাড়ী বদরা পুকুরপার, হাজীবাড়ীর মোড়, উকিল বাড়ী মাঠ, লালখাঁ, পুরান ক্যালিক্স স্কুলের পাশে, ইয়াদ আলী মসজিদসহ আশপাশের এলাকায় স্যালসম্যান দিয়ে মাদক বিক্রি করে আসছিলো বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
৪ রবিউল-আউয়াল, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২১
সূর্যোদয়ভোর ৫:৩৮
যোহরদুপুর ১২:০০
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:২১
এশা রাত ৭:৩৯

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD