বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন
ফতুল্লা সংবাদদাতা : নারায়ণগঞ্জ সদর উপজেলার রিকশা চালক শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আজিজুল হাওলাদারের জামিনে মুক্তি পাওয়ায় শুকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৬ অক্টোবর বাদ এশা আলীগঞ্জ লেবার হলে এ শুকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলা রিকশা চালক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির।
তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে আজ আমাদের মাঝে জামিনে মুক্তি পেয়ে ফিরে এসেছেন আজিজুল। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাদের প্রিয় নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ বর্তমানে চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন। তিনি বিদেশে থেকেও আজিজুলের গ্রেপ্তারের খবর শুনে নিয়মিত খোঁজখবর রেখেছেন এবং আজিজুলের মুক্তির জন্য অনন্য ভুমিকা পালন করেছেন।
তিনি আরো বলেন, শ্রমজীবী মানুষের কল্যাণে আপোষহীন, সংগ্রামী নেতা আলহাজ্ব কাউসার আহমাদ পলাশের দেখানো পথেই তার নেতাকর্মীরা শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলেন, অধিকার প্রতিষ্ঠায় কাজ করেন। কোন ষড়যন্ত্রই পলাশ সৈনিকদের দমিয়ে রাখতে পারেনি, কখনো পারবেও না। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আজিজুলকে জামিনে আমরা মুক্ত করে আনতে সক্ষম হয়েছি। এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে র্যাবের ১১ হাতে গ্রেফতার হন নারায়ণগঞ্জ সদর উপজেলার রিকশা চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল হাওলাদার।
Dhaka, Bangladesh বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৪ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২১ |
এশা | রাত ৭:৩৯ |
আপনার মতামত কমেন্টস করুন