মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের আলো ২৪.কম :
নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি পদে প্রার্থী ইব্রাহীম মোল্লা বলেছেন,আমি বাংলাদেশের গনমানুষের নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো। আমার চাওয়া পাওয়া নেই। আমি কৃতজ্ঞতার সহিত আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সহিত পালন করে যাবো।
সদর থানা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী ৪ জন।এদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছেন ইব্রাহীম মোল্লা।
জানা যায়,গোগনগর ইউনিয়ন ও আলীরটেক ইউনিয়ন নিয়ে সদর থানা আওয়ামী লীগ গঠিত। দুই টি ইউনিয়নে ১৮ টি ওয়ার্ড রয়েছে। ইব্রাহিম মোল্লা জানান, ৭৫ জন কাউন্সিল রয়েছে। তারা আগামীতে ভোট দিয়ে থানার নতুন নেতা নির্বাচন করবেন।
ইব্রাহীম মোল্লা আরো বলেন,তাদেরও প্রত্যাশা যিনি দলের ও কর্মীদের মাঝে সবসময় পাশে থাকবেন তারা তাকে নেতা নির্বাচন করবে।
কর্মীরা জানান,ইব্রাহীম মোল্লা সব প্রার্থীর চেয়ে একটু বয়স কম হওয়ায় এবং সুস্থ্য সবল হওয়ায় তার প্রতি বিশেষ নজর কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতাদের।
১৬ বছর আগে যাদের কে সভাপতি করা হয়েছিল তাদের বয়স বেশী হওয়ায় দলের পিছনে তেমনটা দৌড় ঝাপ করতে না পারায় দল ঝিমিয়ে পড়েছিল।দলীয় ও জাতীয় দিবসগুলো পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ফলে নতুন করে নেতাকর্মী তৈরী হয়নি।
ইব্রাহীম মোল্লা গোগনগর ইউনিয়ন যুবলীগের বর্তমান সভাপতি ও।তার রয়েছে বিশাল নেতাকর্মী। আলীরটেক ইউনিয়নেও রয়েছে ব্যপক পরিচিতি। যে কোন কাজে প্রচুর পরিশ্রমী। সব দিক বিবেচনায় কাউন্সিলররা ইব্রাহীম মোল্লাকে এগিয়ে রাখছেন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ২৫ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৮ |
এশা | রাত ৭:৪৭ |
আপনার মতামত কমেন্টস করুন