বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
নারায়ণগঞ্জের আলো ২৪.কম : ফতুল্লা থানাধীন কুতুবপুরে নানা প্রতিকূল পরিবেশের মধ্যেদিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছে। কিছুদিনের ব্যবধানে দলটির বেশকিছু নেতা অনেকটা গা ডাকা দেন। ধীরে ধীরে দলটির তৃণমুল নেতাকর্মীরা নেতৃত্ব শূন্য হয়ে পড়েন। দলের হাল ধরতে এপর্যন্ত কুতুবপুরে একাধিক নতুন মুখ নানাভাবে নেতৃত্ব দেয়ার চেষ্টা করেও সফল হতে পারেনি। অনেকেই আবার মামলায় জর্জরিত হয়ে এরই মধ্যে দিশেহারা হয়ে পড়েছেন। বর্তমানে কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের রাজনীতিতে কিছুটা পরিবর্তনের দৃশ্য ইতিমধ্যে অনেকের নজরে কেড়েছে। কিছুদিন আগে যারা হানাহানী, মারামারি সহ বিভিন্ন ভাবে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করেছিলেন। হঠাৎকরে একে অপরের সাথে কাঁধে-কাঁধ মিলিয়ে কুতুবপুরের রাজনীতিতে একদৃষ্টান্ত স্থাপন তৈরি করেছেন। কুতুবপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মীরু বিদেশ থেকে দেশে ফেরার পরথেকেই যেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের দৃশ্যপট পরিবর্তন হতে শুরুকরেছে এমনটাই দাবী দলের নেতাকর্মীদের। এ বিষয়ে কুতুবপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মীরু বলেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগ ঘুরে দাঁড়াতে হলে গ্রুপিংয়ের রাজনীতি বর্জন করতে হবে। আমি দলের স্বার্স্থে রাজনীতি করি। আমার এই রাজনীতি শুধু দল ও জনগণকে কিছু দেয়ার জন্য। আমি ব্যাক্তির কর্মী চাই না। দলের কর্মী চাই, কর্মী বান্ধব নেতা চাই এবং জনগণ বান্ধব কর্মী চাই। তাই নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মীর হোসেন মীরু অভিযোগ করেন, অনেকে বিএনপির সাথে গোপন আতাঁত করছেন। আসুন বিএনপির সাথে আতাঁত বর্জন করি। মীর হোসেন মীরু থানা কমিটির কাছে দাবী জানিয়ে বলেছেন, মাঠ পর্যায়ে জড়িপ করে কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি দিতে হবে। কমিটিতে নেতা নির্বাচন করতে গিয়ে যদি ভুল সিদ্ধান্ত নেয়া হয়, তাহলে কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সামনে কঠিন সংকটে পড়বে।
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৬ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন