মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন
ফতুল্লা সংবাদদাতা : করোনায় স্থবির হয়ে আছে গোটা বিশ্ব। অচেনা এই ভাইরাসে নানাভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে মানুষ। করোনার আতঙ্কে চলাচল কমিয়ে দিয়েছে মানুষ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। বিপাকে পড়েছে দুঃস্থ ও অসহায় খেটে খাওয়া মানুষ। বন্ধ হয়ে গেছে তাদের উপার্জন।
ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরীফুল হকের নিজস্ব অর্থায়নে দুঃস্থ ও অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ৩১ মার্চ রাতে ফতুল্লা ডিআইটি মাঠ এলাকার দুঃস্থ ও অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে ব্যাক্তিগত তহবিল থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবন সহ হাত দোয়ার সাবান বিতরণ করা হয়।
ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরীফুল হক বলেন, আমার নেতা নারায়ণগঞ্জের প্রাণ পুরুষ শামীম ওসমানের নির্দেশ দুর্যোগে মানুষের পাশে থাকা। জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকতে কোনো মানুষ না খেয়ে কষ্ট পায় না। করোনা দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে স্বাধ্যমত কাজ করে চলছে। আর ধৈর্য, দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে একযোগে সবাইকে এই প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে কাজ করতে হবে।
এসময় ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা সৈয়দ মোঃ শাওন বলেন, করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে মানুষ গৃহবন্দি হয়ে পড়েছেন। এতে কাজ করতে না পারায় বিপাকে পড়েছেন দুঃস্থ ও অসহায় খেটে খাওয়া মানুষ। তাদের পাশে দাঁড়াতে আমার রাজনৈতিক শিক্ষাগুরু আবু মোঃ শরীফুল হক ভাইয়ের নিজস্ব অর্থের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করছি। আমার প্রিয় নেতা ও রাজনৈতিক শিক্ষাগুরুকে নিয়ে সত্যিই আমি খুব গর্বিত। ইনশাআল্লাহ আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মঙ্গলবার ৩১ মার্চ দুপুরেও ফতুল্লার বিভিন্ন এলাকায় ৫০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল ও একটি হাত ধোয়ার সাবান এবং নগদ অর্থ বিতরণ করা হয়।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৩ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২০ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২২ |
এশা | রাত ৭:৪০ |
আপনার মতামত কমেন্টস করুন