শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০২:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ধর্ষণে বাধা দেয়ায় সাবেক ছাত্রদল নেতাকে চারতলা থেকে ফেলে হত্যাচেষ্টা নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার আবুল কালাম আজাদ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমারগো  আবারও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। -ফতুল্লা থানা বিএনপির সভাপতি টিটু যুবদল নেতা টিপুর দিকনির্দেশনা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মিলাদ ও দোয়া আ’লীগ দোসরদের সংঘবদ্ধ হামলায় আহত ৪, আতঙ্কে এলাকাবাসী ফতুল্লা ইউনিয়ন যুবদল নেতা মিঠুর নেতৃত্বে একটি বিশাল মিছিল ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না : মামুন মাহমুদ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের আহবায়ক কমিটি গঠন ফতুল্লায় চেম্বার নেতৃবৃন্দের লিফলেট বিতরণ ফতুল্লা সস্তাপুরে কাস্টমস কর্মকর্তা মারফের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ঝাড়ু মিছিল

রেডিও চোর আইয়ুবের বিরুদ্বে জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রতারনার অভিযোগ

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম : রেডিও চোর আইয়ুবের বিরুদ্বে জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রতারনার অভিযোগ ফতুল্লার লালপুর পৌষপুকুরপাড় এলাকার চিন্থিত প্রতারক রেডিও চোর আইয়ুবের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছে প্রতারনার শিকার হওয়া আব্দুল কাদের মোল্লা। তথ্য মতে, ফতুল্লা থানার পূর্ব লালপুরের টাগারপাড় পুলিশ লাইন এলাকার আব্দুল ওয়াদুদ মোল্লার পুত্র আব্দুল কাদের মেল্লা বাদী হয়ে সোমবার(১৭ আগস্ট)আইয়ুব আলী ওরফে রেডিও চোর আইয়ুবের বিরুদ্ধে অভিযোগটি প্রদান করেন। বাদীর অভিযোগের ভিত্তিতে জানা যায়,রেডিও চোর আইয়ুব শতাংশ প্রতি তিন লাখ টাকা দাবী করে দশ শতাংশের একটি জমি( যাহার মোট মূল্য ত্রিশ লাখ টাকা) বিক্রয় করার প্রস্তাব দিলে বাদী জমিটি ক্রয় করার সম্মতি প্রদান করেন।এবং লিখিত স্ট্যাম্পের মাধ্যমে বায়না বাবদ বিবাদী কে নগদ পাঁচ লাখ টাকা প্রদান করেন।একপর্যায়ে কাগজ পত্র ভূয়া প্রমাণিত হওয়ার পাশাপাশি বিবাদী জমি বুজিয়ে দিতে ব্যর্থ হলে বাদী তার টাকা ফেরৎ দাবী করে।কিন্তু বিবাদী টাকা ফেরৎ না দিয়ে নানা টাল বাহানা শুরু করে।এতে করে বাদী তার টাকা ফেরৎ পেতে ফতুল্লা প্রেসক্লাব,স্থানীয় জন- প্রতিনিধ, পঞ্চায়েত সহ বিভিন্ন জনের নিকট বিষয়টি জানালে বিবাদীকে নিয়ে একাধিক শালিসী বৈঠক অনুষ্ঠিত হয়।প্রতিবারই বিবাদী টাকা ফেরৎ দেবার অঙ্গিকার প্রদান করে সময় প্রার্থনা করে।কিন্তু আজ পর্যন্ত বিবাদী তার টাকা প্রদান না করে গত এক বছরেরও বেশী সময় ধরে তার নিকট থেকে পালিয়ে বেড়াচ্ছে। স্থানীয় একাধিক সূত্র মতে ফতুল্লার লালপুর পৌষপুকুরপাড় এলাকার মৃত জয়নাল ওরফ ,ফতুল্লা বালুর ঘাটের বালু ব্যবসায়ী আব্দুর রব ওরফে ক্যাপ্টেন রব,যমুনা গেইটের বিপরীতে রুসেন হাউজিংয়ের বাসিন্দা মোস্তাক আহম্মেদ,পাকিস্তান খাদ এলাকার রওশানারা ও অপর এক বিধবা মহিলা সহ স্থানীয় মহলের আরো একাধিক জনের নিকট থেকে প্রতারনামূলক দেড় কোটি টাকার ও বেশি আত্মসাৎ করে এক বছরের ও অধিক সময় ধরে আত্ন গোপনে ছিলো রেডিও চোর আইয়ুব।আত্নগোপনে থাকাবস্থায় রেডিও চোর আইয়ুব বরিশাইল্লা টিপুর সঙ্গী হয়ে সর্বত্র চষে বেড়ালেও সাম্প্রতিক সময়ে নারী ঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়।আর তাই রেডিও চোরা আইয়ুব বরিশাইল্লা টিপু কে কোন কিছু বুজতে না দিয়ে কৌশলে পুলিশের হাতে গ্রেফতার করিয়ে দিয়েছে।স্থানীয়রা জানায় রেডিও চোরা আইয়ুব ফতুল্লা বাজারে একটি দোকান থেকে রেডিও চুরি করতে গিয়ে ধরা পরলে তাকে তারের খুটির সঙ্গে বেধে রাখা হয়েছিলো।এরপর থেকে তার নাম হয় রেডিও চোরা আইয়ুব।তাছাড়া তার বিরুদ্বে রয়েছে দু দুটি অটোরিক্সা চুরির অভিযোগ। এছাড়া স্বাধীনতার পরবর্তী সময়ে ফতুল্লাঞ্চলের ত্রাস সমর গুন্ডার সাথে ছিনতাই করতে গিয়ে পঞ্চবটী পাচঁতলা কলোনীর পিছনের ইট ভাটার শ্রমিকদের হাতে গণধোলাইয়ের শিকার হয় রেডিও চোরা আইয়ুব।স্থানীয় একাধিক সূত্র জানায়,বেশ কয়েক বছর অসুস্থতার পর গত কয়েক মাস পূর্বে রেডিও চোর আইয়ুবের স্ত্রী মারা যায়।রেডিও চোর আইয়ুবের স্ত্রী অসুস্থ থাকা কালীন সময়ে সে একটি মেয়ের সাথে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পরে।সেই মেয়েকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েক বছর যাবৎ ঢাকার শনি আখড়ায় স্বামী স্ত্রী পরিচয়ে বসবাস করলেও পরবর্তীতে মেয়েটিকে বিয়ে করবেনা বলে অস্বীকার করে।তাছাড়া রেডিও চোর আইয়ুবের বিরুদ্ধে রয়েছে আরো একাধিক নারী কেলেংকারীর ঘটনা।আর নারী ঘটিত ঘটনাকে কেন্দ্র করেই গত মাসের ১৫ তারিখে দীর্ঘদিনের বন্ধু ও রেডিও চোর আইয়ুবের সকল অপকর্মের হোতা চাঞ্চল্যকর এসিড মামলার আসামী বরিশাইল্লা টিপুর সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে ফতুল্লা থানা পুলিশের হাতে ধরিয়ে দেয়।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
৬ রবিউল-আউয়াল, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২২
সূর্যোদয়ভোর ৫:৩৯
যোহরদুপুর ১১:৫৯
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:১৯
এশা রাত ৭:৩৭

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD