সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
ব্যাটারী চালিত অটোরিক্সা, ইজিবাইক ও মিশুকের মালিক ও শ্রমিকের কাছে রেকার বিলের নামে চাঁদাবাজি ও হয়রানী বন্ধের দাবীতে জরুরী সভা করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিক্সা ইজিবাইক মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ। বুধবার (১৩ ডিসেম্বর) বাদ মাগরীব আলীগঞ্জস্থ লেবার হলে এ সভা অনুষ্ঠিত হয়।
জরুরী সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিক্সা মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে মোঃ আবদুল জব্বার, স.ম জলিল, আনোয়ার হোসেন, নুর ইসলাম মহাজন, মতিউর রহমান, শরীফ মহাজন, কাউসার, মিলন ও বকুল প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, আমরা মালিক শ্রমিকরা আজ রেকার পুলিশের কাছে জিম্মি হয়ে পড়েছি। তারা গাড়ি আটকের নামে বানিজ্যে নেমেছেন। একজন চালক তার গাড়ি চালিয়ে দৈনিক প্রায় ১০০০/১২০০ টাকা আয় করেন। এর মধ্যে রেকার পুলিশরা একেকটি গাড়ি আটক করে তাদের কাছ থেকে দেড় হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। যার ফলে একজন চালক দৈনিক আয়ের পরিবর্তে উল্টো মালিকের কাছে দেনা হচ্ছেন এবং তাদের পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে দিন যাপন করেন। আমরা মালিকরা গাড়ি ভাড়ার পরিবর্তে উল্টো প্রতিদিন দেনাগ্রস্থ হচ্ছি। এভাবে যদি রেকার পুলিশের নির্যাতন একটি ইজিবাইক কিংবা মিশুকের চালকের সাথে প্রতিদিনই হতে থাকে তাহলে তাকে মৃত্যুর পথ ছাড়া অন্যকিছুই হতে পারেনা। আমরা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে আকুল আবেদন করছি শহর ও শহরতলীতে চলাচলকারী প্রতিটি ইজিবাইক ও মিশুক নির্বিগ্নে চলাচলের ব্যবস্থা করেন। পাশাপাশি যে সকল মালিক ও শ্রমিকরা এ গাড়ির চালিয়ে ও ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করছে তাদের প্রতি একটু সহনশীল হবেন।
Dhaka, Bangladesh সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ২৫ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৫ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৯ |
এশা | রাত ৭:৪৮ |
আপনার মতামত কমেন্টস করুন