বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব সংবাদদাতাঃ রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবারে অভিযোগ, ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ অন্তত ৩৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোরে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী নাঈম জানান, দুই ভাই স্থানীয় গাউছিয়া মার্কেটে ডিজিটাল কালার ল্যাবের ব্যবসা করেন। মঙ্গলবার ভোররাত সাড়ে চারটার দিকে বাড়ির জানালার গ্রিল কেটে ১১/১৩ জনের একটি ডাকাত দল ঘরে ঢোকে। তারা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে।
তার দাবি, ডাকাত দল ঘরের ভেতরে থাকা আলমিরা, শোকেস ভেঙে ১০ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৬ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন