বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:২২ অপরাহ্ন
রূপগঞ্জে গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের দগ্ধ ৬ জনের মধ্যে দগ্ধ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- মোঃ জুয়েল (২২) ও মোঃ ইসমাইল (১৬)। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতদের চাচা মঙ্গল মিয়া।
এর আগে শুক্রবার (২৫ অক্টোবর) দিনগত রাতে রূপগঞ্জের ডহরগাঁও এলাকার একটি বাসায় গ্যাসের পাইপলাইন লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের ৬ জন দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সোহেলের শরীরে ৭০ শতাংশ ও শিশু ইসমাইলের ৫৫ শতাংশ দগ্ধ ছিল। ওই পরিবারের চারজন এখনো আইসিইউতে চিকিৎসাধীন। তাদের মধ্যে নিহতদের বাবা মো. বাবুল হোসেনের, শরীরের ৬৬ শতাংশ, মা শেলির ৩০ শতাংশ, বোন মুন্নির ২০ শতাংশ ও তাসলিমার ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
নিহতদের মামা আবদুস সোবাহান জানান, দগ্ধ সবাই রূপগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়েছে।
এই ক্যাটাগরীর আরো খবর..
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৭ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন