বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক অর্থের লেনদেন কে কেন্দ্র করে রায়হান মল্লিক দিপু(২৬) নামক এক যুবক কে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূর্বৃত্তরা।হামলায় আহত দিপু পাগলা দক্ষিণ নয়ামটি এলাকার আশরাফ মল্লিক খোকনের পুত্র। ঘটনাটি ঘটেছে শনিবার (২৩ জানুয়ারী) রাত নয়টায় ফতুল্লা থানার পাগলা নয়ামাটি এলাকায়।এ ঘটনায় দুর্বৃত্তদের হামলায় আহত যুবক দিপু বাদী হয়ে একই এলাকার মাসুম (২৪), সালাম,জাবেদ (৪০),আলামীন (২৪),সােয়েব (২২), মিজান(২৬),মেহেদী (২৪), রাব্বি (২২), পলাশ (২২), কামাল (৪৫), ল১০। লাভলু (৪২), সহ জ্ঞাতনামা ৪/৫ জন কে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। জানা যায়, পাগলা নয়মাটি এলাকার চটপটি বিক্রেতা ১ নং বিবাদী মাসুমের সাথে বাদির নগদ অর্থের লেনদেন রয়েছে।অর্থ লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে ২৩জানুয়ারী শুক্রবার রাত নয়টার দিকে নিজ বাসা থেকে পাগলা ভাবীর বাজার দিয়ে ঔষধ কেনার জন্য পায়ে হেটে ঔষধের দোকানে যাওয়ার পথে উল্লেখিতরা বাদির পথরোধ করে তাকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে।এক পর্যায়ে বিবাদীরা তাদের সাথে থাকা ধারালো ছুরি,রামদা দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।এ সময় তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা তাকে রক্তাক্ত জখমবস্থায় রাস্তায় ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করে।পরে স্থানীয়রা এগিয়ে এসে মারাত্নক আহতবস্থায় তাকে উদ্বার করে প্রথমে পাগলাস্থ পপুলার মেডিকেল হল নিয়া গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার অবস্থা আশংকা জনক দেখিয়া তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।হামলায় বাদির বাম রানের পিছনে ও ব্যাক সাইডে- ৮টি সেলাই, মাথায় সেলাই, বাম হাতে ১০ সেলাই, ডান পায়ে ৬টি সেলাই, সর্বমােট- ২৮ টি সেলাই প্রদান করা হয় বলে হাসপাতাল সূত্র জানায়।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ ৫ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৯ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২০ |
এশা | রাত ৭:৩৮ |
আপনার মতামত কমেন্টস করুন