বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমারগো  আবারও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। -ফতুল্লা থানা বিএনপির সভাপতি টিটু যুবদল নেতা টিপুর দিকনির্দেশনা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মিলাদ ও দোয়া আ’লীগ দোসরদের সংঘবদ্ধ হামলায় আহত ৪, আতঙ্কে এলাকাবাসী ফতুল্লা ইউনিয়ন যুবদল নেতা মিঠুর নেতৃত্বে একটি বিশাল মিছিল ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না : মামুন মাহমুদ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের আহবায়ক কমিটি গঠন ফতুল্লায় চেম্বার নেতৃবৃন্দের লিফলেট বিতরণ ফতুল্লা সস্তাপুরে কাস্টমস কর্মকর্তা মারফের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ঝাড়ু মিছিল নারায়ণগঞ্জে শ্রমিকদের নামে মামলার প্রতিবাদে সড়ক অবরোধ ফতুল্লায় সেচ্ছাসেবক দলের নেতা মামুনের রুহের মাগফেরাত কামনায় দোয়া

যুবলীগ নেতা দ্বীন ইসলামের রাতভর ডিজেপার্টি!

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুরে রাতভর কয়েক শতাধিক তরুণ তরুণীর উপস্থিতিতে ডিজেপার্টি অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নিষেধাজ্ঞা অমান্য করে ডিজেপার্টিতে সামাজিক বা শারীরিক দূরত্বের কোন বালাই ছিলো না। করোনার মধ্যেই এমন চাঞ্চল্যকর ডিজে পার্টির ঘটনাটি ঘটেছে পাগলা, উত্তর রসুলপুর এলাকায় যুবলীগ নেতা দ্বীন ইসলামের আমন্ত্রণে মহান বিজয় দিবস উপলক্ষে এই ডিজেপার্টির আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিয়ে বা অন্যান্য উৎসবের নামে ডিজেপার্টির আয়োজন নিষিদ্ধ ঘোষণা করে গত ১৫ মার্চ ফতুল্লা মডেল থানায় আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম (পিপিএম বার) বলেছিলেন, বিয়ের অনুষ্ঠানে ডিজেপার্টির নামে উচ্চ শব্দে সাউন্ড দিয়ে গান বাজানো ধর্মে নেই। আমরাও এটাকে প্রশ্রয় দিবনা। ডিজেপার্টির সাউন্ডে অনেক মানুষ যন্ত্রনা পায়। যেখানে ডিজেপার্টি হবে সেখানে পুলিশ গিয়ে সাউন্ড বক্স জব্দ করে থানায় নিয়ে আসবে। জব্দ করা সাউন্ড বক্স কখনো ফেরৎ দেয়া হবেনা। জনমনে প্রশ্ন ফতুল্লা মডেল থানায় আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে ডিজে দ্বীন ইসলামের উপস্থিতিতে জেলা পুলিশ সুপারের এমন বক্তব্য নিজ কানে শুনার পরেও কিভাবে এইধরণের ডিজেপার্টির আয়োজন করে?

স্থানীয়রা জানান, ফতুল্লার একমাত্র বিচ্ছিন্ন এবং ঢাকার জেলার সীমান্ত ঘেঁষা কুতুবপুরের পাগলা রসুলপুর এলাকা। এই এলাকার মানুষ জেলা-উপজেলার সাথে যোগাযোগ করতে হলে অটোরিকশা ছাড়া বিকল্প উপায় নেই। দুর্গম অনঞ্চল হওয়ায় এখানে স্বাস্থ্য বিভাগ, সরকারি অন্যান্য বিভাগসহ প্রশাসনের নজরদারী একেবারেই কম। করোনার বিষয় নিয়ে এখানকার মানুষ যেমন সচেতন নয়, তেমনি জনপ্রতিনিধিদের সাথে সাধারণ মানুষের সম্পর্কও তেমন জোরালো নয়। ফলে এই সুযোগকে কাজে লাগিয়ে ইউনিয়নের সম্ভাব্য যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী দ্বীন ইসলাম তার কয়েকজন কর্মী দিয়ে দিনব্যাপি প্রচার চালিয়ে আলোচনা সভা শেষে, খেটে খাওয়া মানুষের ঘুমকে হারাম করে রাতভর চলে ডিজে পার্টি। আয়োজনে কয়েকটি গ্রামের প্রায় কয়েক শতাধিক মানুষের সমাগম ঘটে সেখানে। এসময় ডিজে পার্টিতে অংশ নেয়া এক তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা লাইভও করেন। এমন জনসমাগম করে ডিজে পার্টি করায় ইউনিয়নটির করোনা প্রতিরোধ কমিটির নিস্কৃয়তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে সচেতন মহলে।

রসুলপুর এলাকার নাম প্রকাশ্যে অনইচ্ছুক একব্যক্তি বলেন, রাতভর উচ্চস্বরে সাউন্ড বক্সের শব্দে ঘরে ঘুমানোত দূরের কথা বাসায় থাকা অসুস্থ ব্যক্তিদের নিয়ে পড়তে হয় নানা সমস্যায়। সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রশাসনকে বৃদ্ধ আজ্ঞুল দেখিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে প্রকাশ্যে জমে উঠে তরুণ তরুণীদের মদ্যপানের আসর। এইসব অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে অনুষ্ঠানের আয়োজক দ্বীন ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনাকে কে বলেছে ডিজেপার্টি, এখানে কনসার্টের মাধ্যমে শিল্পীদের দিয়ে দেশাত্মবোধক গান হয়েছে।করোনা কালে এইধরণের কনসার্ট করার অনুমোদন ছিল কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কোনো ধরনের পারমিশন লাগে না। আমরা বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি। স্থানীয় এলাকাবাসী এইধরণের ডিজেপার্টি ও বেহায়াপনা থেকে পরিত্রাণ পেতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বার মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
বুধবার, ২০ আগস্ট, ২০২৫
২৭ সফর, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১৭
সূর্যোদয়ভোর ৫:৩৬
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২৯
মাগরিবসন্ধ্যা ৬:২৭
এশা রাত ৭:৪৬

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD