সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
মৃত্যুর পূর্বেও নয়ন জানতো না এটাই ছিলো মায়ের সাথে তার শেষ কথা। দূর্ঘটনার কথা শুনে মা কে জানাতে নিষেধ করেছিলো নয়ন। তাই বাধ্য হয়ে নয়নের বোনকে জানানো হলো দূর্ঘটনার সংবাদটি। মসজিদ থেকে উদ্বার করে যখোন এম্বুল্যান্সেে করে হাসপাতাল নেওয়া হচ্ছিলো তখন শুধু আল্লাহ আল্লাহ বলে ডাকছিলো নয়ন।
নয়নের মৃত্যুর পূর্বের কিছু কথা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা পোস্টটি হুবুহু তুলে ধরা হলো। “ছবিতে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন তার নাম নয়ন। এই ছেলেটিকে আমি কোলে করে নিয়ে এম্বুলেন্সে তুলে দিয়েছি।
ছেলেটিকে আমি যখন বললাম তোমার আম্মুর নাম্বার বলো ছেলেটি শুধু বললো জামাতে দাড়াঁনোর আগে আমি মার সাথে শেষ কথা বলছি ডায়াল কলে নাম্বারটা দেখেন লাষ্টে ৮০৩। আমি যখন কল করি তখন ছেলেটি শুধু বললো আমার মারে বইলেন না কাঁন্না কাটি করবো।
আমি ওর বোনকে কল দিয়ে জানাই ওর বোন আমাকে বললো ভাইয়া আমরা রওনা দিচ্ছি আপনি আমার ভাইকে একটু খেয়াল রাইখেন। বোনরে তর ভাই না ফেরার দেশে চলে গিয়েছে। তল্লা থেকে ঢাকা পর্যন্ত নয়নের মুখে শুধু আল্লাহ আল্লাহ শব্দটা শোনা যাচ্ছিলো।
Dhaka, Bangladesh সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ২৫ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৫ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৯ |
এশা | রাত ৭:৪৮ |
আপনার মতামত কমেন্টস করুন