বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সকল সমন্বয়ক নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী ১৫ নভেম্বর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ১০০তম দিন উপলক্ষ্যে নতুন কর্মসূচিসহ তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় প্লাটফর্মটির কার্যালয়ে আয়োজিত সভায় সিদ্ধান্তগুলো নেওয়া হয়। সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়ক আব্দুল কাদের।
এর আগে গতকাল মঙ্গলবার দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ ও কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে সভা ডাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি।
সভায় আলোচনার বিষয় নিয়ে আবদুল কাদের বলেন, আজকের (বুধবার) সভায় তিনটি বিষয় নিয়ে কথা হয়েছে। প্রথমত, একটি নির্বাহি কমিটি গঠন করা হবে। অর্গানোগ্রাম চারজনের বাহিরে এই নির্বাহী কমিটি থাকবে। নির্বাহী কমিটি এই সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে। এতে ২০ থেকে ২২ জন সদস্য থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সাত কলেজের প্রতিনিধিসহ জেলা পর্যায় থেকে দু একজন করে প্রতিনিধি নিয়ে নির্বাহী কমিটি গঠিত হবে। এই সপ্তাহের মধ্যে এটি গঠিত হবে।
তিনি বলেন, আরেকটি সিদ্ধান্ত হয়েছে এখানে ‘অর্গানাইজিং টিম’ থাকবে। অর্থ্যাৎ সেল ভিত্তিক ভাগ করে কাজ করা হবে। কে কোন সেলে থাকবে, সাংগঠনিক কী দায়িত্ব পালন করবে সব এখানে থাকবে। এই ‘অর্গানাইজিং সেল’ ও এই মাসের মধ্যে গঠন করা হবে। আরেকটা বিষয় হচ্ছে কমিটি বর্ধিতকরণ। যে অর্গানোগ্রাম করা হয়েছে সেটা বর্ধিত করা হবে এ মাসের মধ্যে।
আব্দুল কাদের বলেন, এছাড়া আগামী ১৫ নভেম্বর অভ্যুত্থানের ১০০তম দিন উপলক্ষ্যে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর যে কেন্দ্রীয় বডি আছে – ঢাকায় আহত যারা আছে তাদের হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিবে, শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবে। একই সাথে জেলা পর্যায়ে যারা জেলা প্রতিনিধি আছেন তারা শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবে।
এই ক্যাটাগরীর আরো খবর..
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৬ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন