শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আজীবন সদস্য, ফতুল্লা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা, নারায়ণগন্জ চেম্বার অব কর্মাসের সাবেক সভাপতি, নারায়ণগন্জ জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মাইন্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানী গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৫ জুন) দুপুর প্রায় ১টার সময় তিনি মাইন্ড স্ট্রোকে আক্রান্ত হন। তাকে তাৎক্ষনিকভাবে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে, কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন। এসময় তার মাথায় প্রচন্ড ব্যথা ও হাত নাড়াতে পারছিলেন না।
বর্তমানে তিনি সিসিইউতে রয়েছেন। ডা. রাইয়ান আনিসের তত্বাবধায়নে তার এমআরআই করা হয়েছে।
তার বড় ভাইয়ের ছেলে সাইদুর রহমান রিপন নারায়ণগঞ্জের আলো ২৪ ডট কম’কে বলেন, বর্তমানে তিনি অনেকটা সুস্থ রয়েছেন, হাত পা নাড়াতে পাড়ছেন এবং কথা বলতে পারছেন।
তিনি নারায়ণগঞ্জসহ দেশবাসীর সকলের কাছে এই বীর মুক্তিযোদ্ধার আশু রোগমুক্তির কামনায় এবং দীর্ঘায়ু লাভের জন্য দোয়া প্রার্থনা করছেন।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ৭ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২২ |
সূর্যোদয় | ভোর ৫:৩৯ |
যোহর | দুপুর ১১:৫৯ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:১৯ |
এশা | রাত ৭:৩৭ |
আপনার মতামত কমেন্টস করুন