শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী ইউনিয়নের বিদ্যুৎহীন অন্ধকারে নুনেরটেকে আলো জ্বালিয়ে দ্বীপ নুনেরটেক বাসীকে বিদ্যুতের আলোয় আলোকিত করে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁ আসনের সদস্য লিয়াকত হোসেন খোকা এমপি ।
২০শে ডিসেম্বর সকাল ১১ টায় নুনেরটেক লালপুরী (রহ:)মিনার দরবার শরীফ জিয়ারত করে নুনেরটেকের ১২৫২টি পরিবারের মঝে বিদ্যুতায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
তিনি জানান,বর্তমান সরকার ঘোষিত ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অংশ হিসেবে সোনারগাঁয়ের এই চরাঞ্চলটি বিদ্যুৎ বঞ্চিত থাকায় গত বছর বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজে উদ্যোগ নেওয়া হয়। মেঘনা নদীর মধ্যে প্রায় ২০০ বছর আগে জেগে ওঠা এই চরকে পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের ঘোষনা করে বসবাস যোগ্য করে ছিলেন। আজ সেই গুচ্ছগ্রামে বিদ্যুৎ সংযোগ স্থাপনের মধ্য দিয়ে সেই উদ্যোগ বাস্তবতার রুপ দিলেন।
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো.সাইরুল ইসলাম জানান,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা’র সার্বিক সহযোগিতায় মেঘনা নদীর তীরবর্তী বারদী ইউনিয়নের নুনেরটেক,চুয়াডাঙ্গা,গুচ্ছগ্রাম, সবুজবাগ,রগুনারচর,ও ডিয়ারা গ্রামে ১.৫ কিলোমিটার সাব মেরিন ক্যাবল প্রতিস্থাপনের মাধ্যমে ১৩ কিলোমিটার লাইন টেনে মোট ১২৫২টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে৷
প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে সোনারগাঁয়ের মূল ভূখন্ড থেকে মেঘনা নদীর তলদেশ দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন টানানো হয়েছে। নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা’র এই পদক্ষেপে মেঘনা নদীবেষ্টিত সোনারগাঁ উপজেলার দুর্গম চরাঞ্চল নুনেরটেকে বিদ্যুৎ পৌঁছে যাওয়ায় সোনারগাঁয়ের সাধারণ জনগণের মধ্যে উৎসব ও আনন্দ বিরাজ করছে।
উল্লেখ্য যে,গত বছর ২৪ ডিসেম্বর ২০১৯ইং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ লিয়াকত হোসেন খোকা বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কাজ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিররুল হক, সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক জোনাব আলী,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল,নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়,অখিল মেম্বার,ফজলুর হক মাষ্টার প্রমুখ।
Dhaka, Bangladesh শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ২৯ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৫ |
এশা | রাত ৭:৪৩ |
আপনার মতামত কমেন্টস করুন