সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন
বন্দর প্রতিনিধি: বন্দরে তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে মালিকপক্ষকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৯ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
এ সময় অবৈধ তিনটি ইটভাটা মালিকপক্ষকে ভাটা বন্ধ রাখার বিষয়ে মুচলেকা নেওয়া হয়। অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোবারক হোসেন ও শেখ মুজাহিদ এবং বন্দর থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন জানান, ইটভাটা পরিচালনার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বন্দর উপজেলার ফুনকুুল এলাকার মেসার্স চাচা ভাতিজা ব্রিকফিল্ডকে ১ লাখ টাকা, মা-বাবার দোয়া ব্রিকফিল্ডকে ১ লাখ টাকা ও দাসেরগাঁও এলাকার আল্লাহর দান ব্রিকফিল্ড মালিকপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ তিনটি ব্রিকফিল্ড কোনো রকম বৈধ কাগজপত্র ছাড়াই ইটভাটা পরিচালনা করছিল।
অভিযানের সময় ইটভাটা পরিচালনায় বৈধ অনুমতিপত্র মালিকপক্ষগুলো দেখাতে পারেনি। ভবিষ্যতে এসব ব্রিকফিল্ড মালিকরা বৈধ অনুমতিপত্র না পাওয়া পর্যন্ত ব্রিকফিল্ড চালু করবেন না বলে মুচলেকা দিয়েছেন।
Dhaka, Bangladesh সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ২৫ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৫ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৯ |
এশা | রাত ৭:৪৮ |
আপনার মতামত কমেন্টস করুন