বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
বন্দরে সার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে । মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের ফরাজিকান্দা এলাকায় দেলোয়ার প্রধান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যেক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ৯টার সময় মদনপুরগামী ঢাকা মেট্রো ট ১৫-০২৩৫ নাম্বারের একটি সারবাহী ট্রাক ফরাজিকান্দা দেলোয়ার প্রধান ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে আসে। পরে ট্রাক চালক তেল নিয়ে পেট্রোল পাম্প থেকে বের হওয়ার সময় ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ট্রাকটি পার্শ্ববর্তী একটি খাদে উল্টে পরে যায়। এ ঘটনায় ট্রাকে রক্ষিত সার ও ট্রাকের ব্যাপক ক্ষতি হয়।
বন্দর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম, এখন পর্যন্ত (বুধবার, সন্ধ্যা) ট্রাকটি উদ্ধার করা যায়নি। এর মালামাল উদ্ধারের কাজ এখনও চলছে, শীঘ্রই ট্রাকটি উদ্ধার কাজ শেষ হবে। এদুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি।
এই ক্যাটাগরীর আরো খবর..
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৭ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন