শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন
বন্দর উপজেলা হতে জুয়ার সরঞ্জামাদিসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে জুয়ার ১৬ হাজার ১৩০ টাকা।
শুক্রবার (২৮ মে) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কামতাল এলাকার জুয়ার আস্তানা হতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো রজব আলী (৩৫), আব্দুল মতিন (৪৫), তোরাব হোসেন (৩৬), মো. রবিউল্লাহ (৫০), আব্দুল বারেক (৪৮), মো. জাহাঙ্গীর হোসেন (৪০) ও আমির হামজা (৫৮)।
সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১’র সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১’র সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, একটি সংঘবদ্ধ চক্র বেশ কিছুদিন ধরে নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিতো। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে নিয়মিত নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল। তাদেন বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
Dhaka, Bangladesh শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ২৯ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৫ |
এশা | রাত ৭:৪৩ |
আপনার মতামত কমেন্টস করুন