শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
বন্দরে যাত্রীবাহী বাস থেকে অস্ত্রের ভয় দেখিয়ে ছাগল ছিনতাইয়ের সময় সময় তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৭ জানুয়ারি) ভোরে উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওই ঘটনা ঘটে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ভোর সাড়ে ৬টায় কাঁচপুর বাসস্ট্যান্ডে চট্টগ্রাম যাওয়ার কথা বলে একজন নারী ও ৪জন পুরুষ রংপুর থেকে ছেড়ে আসা টিএম পরিবহনের বাসে উঠে। বাসটি লাঙ্গলবন্দ এলাকায় পৌঁছালে সুপারভাইজার ও ড্রাইভারকে পিস্তলের ভয় দেখিয়ে ওই পাঁচ জন বাসের বক্সে থাকা ২৭টি ছাগল জোর করে নামাতে শুরু করে।
ওইসময় কাঁচপুর হাইওয়ে থানার এএসআই রুবেল শেখের নেতৃত্বে টহল টিম উপস্থিত হতে দেখলে ডাকাতরা ১০টি ছাগল নিয়ে পালিয়ে যায়। ওইসময় ডাকাতদের কাছ থেকে পুলিশের সদস্যরা ৭টি ছাগল উদ্ধার করে। পরে বন্দর থানার টহল পুলিশের সহযোগিতায় ৩ ডাকাতকে আটক করা হয় এবং আরো দুটি ছাগল উদ্ধার করা হয়।
এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডাকাতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী পলাতক আরো দুই সহযোগিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।
Dhaka, Bangladesh শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ২৯ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৫ |
এশা | রাত ৭:৪৩ |
আপনার মতামত কমেন্টস করুন